বিনোদন ডেস্ক : ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা-অভিনেতা অনুরাগ কাশ্যপ। তার কন্যা আলিয়া কাশ্যপ। মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছেন। শেন গ্রেগোয়ারের সঙ্গে কয়েক বছর প্রেম করার পর লিভ-ইন করেন এই জুটি। গত মে মাসে বাগদান সারেন তারা।
২২ বছর বয়সী আলিয়া সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে বাগদানের ঘোষণা দেন। তার বাবা অনুরাগ সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারেন মেয়ের বাগদানের খবর। কয়েক দিন আগে মুম্বাই বাগদান পার্টির আয়োজন করেন আলিয়া। এ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শাহরুখের কন্যা সুহানা খান, শ্রীদেবী কন্যা খুশি কাপুর, সাইফ আলীর পুত্র ইব্রাহিমসহ অনেকে।
বাগদানের পার্টিতে উপস্থিত ছিলেন আলিয়ার বাবা অনুরাগ। পিংকভিলা দেওয়া সাক্ষাৎকারে এই অভিনেতা বলেন— ‘আমি খুব আনন্দিত যে আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল।’
আলিয়ার বিষয়ে অনুরাগ বলেন, ‘আমার ছোট্ট মেয়েটি খুব দ্রুত বড় হয়ে গেল। ওর নিজের একটি মন আছে। আলিয়া ওর বাবা-মায়ের মতো কিছুটা সুন্দর। আমি এবং আমার প্রাক্তন স্ত্রী দুজনেই জেদি মানুষ। আমি মনে করি, আমাদের মেয়েও ততটাই জেদি এবং তার নিজের একটা মন আছে। এসবই ওর নিজের সিদ্ধান্ত, এটাই হওয়ার কথা ছিল। সুতরাং আমি খুব খুশি। আমি শেনকে ভালোবাসি। সে চমৎকার একজন মানুষ।’
অনুরাগের এমন বক্তব্য সামনে আসার পর বাবা-মেয়ের সম্পর্ক যে ভালো নয়, তা নিয়ে জোর চর্চা চলছে। যদিও এ নিয়ে আলাদা করে কিছু বলেননি অনুরাগ।
১৯৯৭ সালে আরতি বাজাজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অনুরাগ কাশ্যপ। এ সংসার আলো করে জন্ম নেন আলিয়া কাশ্যপ। কিন্তু ২০০৯ সালে ভেঙে যায় এই সংসার। ২০১১ সালে অভিনেত্রী কালকি কোচলিনকে বিয়ে করেন অনুরাগ। ২০১৫ সালে এ সংসারও ভেঙে যায়। আলিয়ার বাগদান পার্টিতে উপস্থিত ছিলেন কালকি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।