মেয়েদের শরীরের কোন অংশটি সবসময় গরম থাকে

মেয়েদের শরীর

লাইফস্টাইল ডেস্ক : ভারতে চাকরি জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা হল আইএএস। যেখানে শুধু মেধা নয়, পরীক্ষা হয় তীক্ষ্ণ বুদ্ধির। দেশের টপাররাও হিমশিম খেয়ে যায় এই পরীক্ষায় পাশ করতে। তবে এই পরীক্ষার ইন্টারভিউতে এমন কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হয় যা ছাত্রছাত্রীরা বিভ্রান্তিতে পড়ে। যদিও এর উত্তর খুবই সহজ আমরা সবাই জানি কিন্তু সহজে মাথায় আসবেনা। এবার তা দেখে নেওয়া যাক…

মেয়েদের শরীর

১) প্রশ্নঃ মেয়েদের কোন অঙ্গটি আমরা খেতে পারি?
উত্তরঃ প্রশ্নটা শুনে অশ্লীল মনে হলেও আদতে তা নয়। উত্তর হবে Ladies Finger, যার বাংলায় অর্থ ঢেঁড়স।

২) প্রশ্নঃ বাটারফ্লাই কথাটি কোন খেলার সাথে যুক্ত?
উত্তরঃ সাঁতার।

৩) প্রশ্নঃ পৃথিবীর কোন দেশ সর্বপ্রথম কাগজের ব্যবহার করে?
উত্তরঃ চীন।

৪) প্রশ্নঃ বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত
উত্তরঃ ঝাড়খন্ড (Jharkhand)।

৫) প্রশ্নঃ কোন মাসে একজন মানুষ সব থেকে কম ঘুমায়?
উত্তরঃ প্রশ্নটা অবাক করার মত। আসলে যে মাসে দিন সংখ্যা সবচেয়ে কম সেই মাস। আর সেটি হচ্ছে ফেব্রুয়ারি মাস।

৬) প্রশ্নঃ ভারতীয় সংবিধানের প্রস্তাবনার অংশে ‘ইন্ডিয়া’ শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে?
উত্তরঃ ২ বার।

৭) প্রশ্নঃ ভারতের ধান গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত?
উত্তরঃ ওড়িশার কটকে।

৮) প্রশ্নঃ ভুটানের দীর্ঘতম নদীটির নাম কী?
উত্তরঃ মানস (Manas)।

৯) প্রশ্নঃ গ্রিসের রাজধানীর নাম কী?
উত্তরঃ এথেন্স (Athens)।

১০) প্রশ্নঃ বিধবা বিবাহ আইন (Widow Marriage Act) কত সালে পাশ হয়েছিল?
উত্তরঃ ১৮৫৬ সালে।

১১) প্রশ্নঃ একজন পিতা তার মেয়েকে জন্ম সময় দেয় এবং বিবাহের সময় কেড়ে নেয়, কী সেটা?
উত্তরঃ পদবী।

১২) প্রশ্নঃ জাপানের বৃহত্তম বিমানবন্দর টির নাম কী?
উত্তরঃ টোকিও (Tokyo)।

১৩) প্রশ্নঃ পায়রা কীসের প্রতীক চিহ্ন?
উত্তরঃ শান্তির প্রতীক (Symbol of peace)।

১৪) প্রশ্নঃ ডাবের জলে কোন হরমোন থাকে?
উত্তরঃ কাইনিন (Quinine)।

আমরাই আমাদের ছোট করছি : অপু বিশ্বাস

১৫) প্রশ্নঃ মেয়েদের শরীরের কোন অংশটি সবসময় গরম থাকে?
উত্তরঃ প্রশ্নটা শুনে অশ্লীল মনে হলেও এটা আসলে বিজ্ঞানের প্রশ্ন। আমাদের শরীরের সেই অঙ্গই সবচেয়ে বেশি গরম থাকে, যেখানে রক্ত চলাচল সবচেয়ে বেশি হয়। প্রার্থীকে বিভ্রান্ত করার জন্যই প্রশ্নের মধ্যে মেয়ের প্রসঙ্গ ঢুকিয়ে দেওয়া হয়েছিল।