মেসিকে পাস দেওয়ায় ক্ষুব্ধ এমবাপ্পে, নেইমারের সঙ্গেও দ্বন্দ্ব!

স্পোর্টস ডেস্ক : এবার মাঠেও অশান্তিতে ছায়া ফেলেছে নেইমার ও এমবাপ্পের কথিত দূরত্বের। একই ম্যাচের আরেকটি ঘটনায় এমবাপ্পের সমালোচনা করছে পিএসজি সমর্থকরাই। এমন বিতর্কে কিছুটা আড়ালে পড়ে গেছে মঁপেলিয়রকে ৫-২ ব্যবধানে উড়িয়ে দেওয়া ম্যাচে নেইমারের জোড়া গোল এবং চোট কাটিয়ে মাঠে ফেরা এমবাপ্পে, সানচেজের লক্ষ্যভেদ।

ম্যাচের প্রথম পেনাল্টিটি এমবাপ্পে মিস করেন।

তবে ৫১ মিনিটে ফের পেনাল্টি পায় পিএসজি। নেইমার স্পট কিক নেওয়ার সময় এমবাপ্পে চাচ্ছিলেন নিজে কিক নিতে। তবে তা মানেননি নেইমার। পেনাল্টি থেকে নেইমার গোল করেন।

ম্যাচের পর এক ভক্তের টুইট, ‘পৃথিবীর আর কোনো ক্লাবে পেনাল্টির ক্ষেত্রে নেইমারের বিকল্প নেই। ’ আর এই টুইটে লাইক দিয়েছেন নেইমার। তাতেই তোলপাড়। এর আগে এদিনসন কাভানির সঙ্গেও পেনাল্টি নিয়ে ঝামেলা ছিল নেইমারের। এছাড়া ম্যাচে ভিতিনহা মেসির উদ্দেশে পাস দিতেই দাঁড়িয়ে পড়েন এমবাপ্পে। তাঁর এই আচরণ নিয়ে চর্চা চলছে পিএসজি সমর্থক মহলে।

ভারতকে চোখ রাঙাচ্ছে জিম্বাবুয়ে