স্পোর্টস ডেস্ক : ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে জিম্বাবুয়েতে রয়েছে আফগানিস্তান ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হয়েছে গতকাল। হারারে স্পোর্টস ক্লাবে প্রথম ম্যাচে ৬০ রানের বড় জয় পেয়েছে আফগানরা।
টসে হেরে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৫ উইকেটে ২৭৬ রান সংগ্রহ করে আফগানরা।
রহমত শাহ ৯৪ ও অধিনায়ক হাসমতউল্লাহ শহীদি ৮৮ রানের ইনিংস খেলেন। শেষ দিকে ঝড় তুলে ১৭ বলে অপরাজিত ৩৯ রান করেন রশিদ খান। ২৭৭ রানের লক্ষ্যে খেলতে নামা জিম্বাবুয়ের ইনিংস শেষ হয় ২১৬ রানে। আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী ৩৪ রানে ৪ উইকেট নেন।
ব্যাটিংয়ে ঝড় তোলার পাশাপাশি বল হাতেও ভেলকি দেখিয়েছেন রশিদ খান। ৩৯ রানে নিয়েছেন ২ উইকেট। ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় শ্রীলঙ্কার স্পিনার অজন্তা মেন্ডিসকে ছাড়িয়ে গেলেন রশিদ খান। ৮৭ ওয়ানডেতে ১৫২ উইকেট শিকার করেছিলেন মেন্ডিস। ৮১ ম্যাচ শেষে রশিদের উইকেটসংখ্যা এখন ১৫৩।
আর ৪ উইকেট নিলে রশিদ ছাড়িয়ে যাবেন অজি কিংবদন্তি ব্র্যাড হগকে। ৯ উইকেট নিলে টপকে যাবেন পাকিস্তানি স্পিনার মুস্তাক আহমেদকেও। ৫৩৪ উইকেট নিয়ে ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবে রয়েছেন শ্রীলঙ্কার আরেক স্পিনার মুত্তিয়া মুরালিধরন। ৫০২ উইকেট নিয়ে দুইয়ে পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরাম। ৪১৬ উইকেট নিয়ে তিনে ওয়াকার ইউনিস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।