স্পোর্টস ডেস্ক : ক্লাবের অনুমতি না নিয়ে লিওনেল মেসির সৌদি আরব ভ্রমণের ঘটনায় ব্যাপক তোলপাড় হয়েছে। মেসিকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করেছে পিএসজি। এমনকী তার সঙ্গে চুক্তি নবায়ন না করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গুঞ্জন। পিএসজির সমর্থকেরা মেসির বিরুদ্ধে স্লোগানও দিয়েছে। এর মাঝেই ক্লাব এবং সতীর্থদের কাছে ক্ষমা চাইলেন মেসি!
এক ভিডিওবার্তায় আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেছেন, ‘সবকিছু শেষ হওয়ার পর আমি এই ভিডিওটি তৈরি করতে চেয়েছিলাম। প্রথমত, আমি অবশ্যই আমার সতীর্থ এবং ক্লাবের কাছে ক্ষমা প্রার্থনা করব। সত্যি বলতে আমি ভেবেছিলাম যে, ম্যাচটির পর আমরা একটি ছুটির দিন পাব। যেমনটা আগের সপ্তাহগুলোতে হয়েছিল। সে হিসেবে সৌদি আরবের এই সফরটি আগে থেকেই ঠিক করা ছিল। তাই বাতিল করা সম্ভব হয়নি। আমি আবারও আমার সতীর্থ এবং ক্লাবের কাছে ক্ষমা প্রার্থনা করছি।’
ফরাসি পত্রিকা লে’কিপের সাংবাদিক লোয়িস তানজি জানিয়েছেন, লরাঁর বিপক্ষে পিএসজি হেরে যাওয়ায় এই ঝামেলার শুরু। ম্যাচটি জিতলে পরের দুই দিন ছুটি পেতেন মেসিরা। কিন্তু জিততে না পারায় পরের দিন অনুশীলন ঘোষণা করা হয়। এতেই বাঁধে বিপত্তি। কারণ মেসি আগে থেকেই সৌদি আরবে যাওয়ার প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন। উদ্দেশ্য, দেশটির পর্যটনদূত হিসেবে নিজের প্রতিশ্রুতি পালন করা। মেসি হয়তো ধরেই নিয়েছিলেন যে লরাঁর বিপক্ষে ম্যাচটি জিতে যাবে পিএসজি।
দেখুন ক্ষমা চেয়ে মেসির ভিডিও :
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।