নতুন লুকে হাজির হলেন লিওনেল মেসি

স্পোর্টস ডেস্ক : ছবির এই মেসিকে চিনতে পারছেন? বলতে পারবেন ছবিটা কোন সময়ের? মাথা চুলকিয়ে সময় নষ্ট করার দরকার নেই। আন্তর্জাতিক বিরতির পর ক্লাব ইন্টার মায়ামির হয়ে অনুশীলনে ফিরেছেন মেসি। এফসি টরেন্টোর বিপক্ষে ম্যাচকে সামনে রেখে অনুশীলনে এভাবেই নতুন লুকে হাজির হন রেকর্ড ৭ বারের ব্যালন ডি’অর জয়ী।

মুখে দাঁড়ি নেই। ক্লিন সেভ করেছেন। চুল ছেঁটেছেন ছোট করে। যেন সেই শৈশবের মেসি। মায়ামির অনুশীলন দেখতে গিয়ে প্রথমে হয়তো একটু ধাক্কাই খেয়েছেন যুক্তরাষ্ট্রের দর্শকরা। হয়তো চমকেও উঠেছেন—এ আবার কোন মেসি? তবে যে রূপই নিক, আসল মেসিকে চিনতে তো আর খুব বেশি সময় লাগার কথা নয়।

তবে বুঝে ওঠার পরই দর্শকদের মনে জন্ম দিয়েছে হাজারটা প্রশ্ন, কেন হুট করেই দাড়ি সেভ করে ফেললেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক? এর পেছনে রহস্য কী? নতুন লুকের এই মেসির ছবি মুহূর্তেই সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে যায়। তাতে প্রশ্নের বাণও বাড়ে। তবে উত্তরের জন্য কারো জন্য কেউ অপেক্ষা করেননি। যার মনেই প্রশ্ন উঠেছে, নিজের মতো করে উত্তরটাও দিয়ে দিয়েছেন তিনিই।

মজার ব্যাপার হলো, দর্শকদের সেই উত্তর আবার একই সুরের। সামাজিক যোগাযোগের মাধ্যমে একজন যেমন লিখেছেন, ‘মেসি দাড়ি সেভ করেছেন। এটা কি ব্যালন ডি’অরের ফটোশুট!’ আরেকজন লিখেছেন, ‘মেসি সেভ করেছেন এবং আমরা জানি এর অর্থ কী!’

আরেকজন লিখেছেন, ‘মেসি দাড়ি সেভ করেছেন। তার মানে অষ্টম ব্যালন ডি’অর নিশ্চিত।’ একই কথাই আরেকজনে লিখেছেন, ‘মেসি সেভ করেছেন। অষ্টম ব্যালন ডি’অর নিশ্চিত।’

অন্য আরেক জন লিখেছেন, ‘এই লুকের জন্যই মেসির ব্যালন ডি’অর প্রাপ্য।’ আরেকজন লিখেছেন, ‘মেসি কি কোনো পুরস্কারের জন্য এমন বেশ নিয়েছেন?’ অন্য আরেকজন লিখেছেন, ‘ব্যালন ডি’অরের সময় ঘনিয়ে এসেছে বলেই মেসি দাড়ি সেভ করেছেন?’

মোদ্দাকথা, সমর্থকরা মেসির এই দাড়ি সঙ্গে সঙ্গে কোনো না কোনোভাবে আসন্ন ব্যালন ডি’অরের গন্ধ খুঁজে বেরিয়েছেন। প্রশ্ন হলো, আসলেই কি মেসির এই বেশ ধারণের সঙ্গে ব্যালন ডি’অরের কোনো যোগসূত্র আছে?