আন্তর্জাতিক ডেস্ক : মিষ্টি আর ফুটবলের প্রতি বাঙালির প্রেম বিদেশের গণ্ডিতে পৌঁছেছে সেই কবে। সেই প্রেমকে আবারও উসকে দিলো ৩ ফুটের ‘মেসি সন্দেশ’। শুধু তাই নয়, একইসঙ্গে মিষ্টির দোকানে মিলল আর্জেন্টিনা রসগোল্লা এবং বিশ্বকাপ সন্দেশও। আর এ ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ায়।
জানা গেছে, হাওড়ার গন্ধেশ্বরী সুইটসের শোকেস এখন আর্জেন্টিনা রসগোল্লা, মেসি ও ওয়ার্ল্ডকাপ সন্দেশে ভর্তি। সেখানে গরম রসে সাঁতার কাটছে সাদা নীল ডোরাকাটা আর্জেন্টিনা রসগোল্লা। শোকেস জুড়ে আরও সাজানো বিশ্বকাপের আদলে তৈরি সন্দেশ। আর এলাকাবাসীদের আলোচনাও এখন তাই নিয়ে।
আগামীকাল বিশ্বকাপের ফাইনালে খেলছে আর্জেন্টিনা-ফ্রান্স। এই বিশ্বকাপে রাত জেগে লোকে যেমন খেলা দেখছেন, তেমনি নিয়ে যাচ্ছেন বিশ্বকাপ স্পেশাল মিষ্টি।
গন্ধেশ্বরী সুইটসের কর্ণধার কেষ্ট হালদার বলেন, ‘বিশ্বকাপ শুরুর প্রথম থেকেই এই মিষ্টির জনপ্রিয়তা রয়েছে। বিশেষ করে আর্জেন্টিনা রসগোল্লা ও বিশ্বকাপ সন্দেশের প্রতিই সবার ঝোঁক। সবাই খুব পছন্দ করছে এই মিষ্টি। এ ছাড়াও রয়েছে ফুটবল সন্দেশ।’
তিনি আরও জানান, ৩ ফুটের মেসি সন্দেশ বিক্রি হচ্ছে প্রায় ১৫ হাজার টাকা। ইতোমধ্যে এলাকার দুটি ক্লাব অগ্রিম বুকিং করেছে এই সন্দেশের। এ ছাড়া আর্জেন্টিনা রসগোল্লার দাম ১৯ টাকা, বিশ্বকাপ সন্দেশের দাম ৬৩ টাকা।
ভারতীয় ব্যবসায়ী কিনলেন সবচেয়ে দামি গাড়ি, দাম শুনলে অবাক হবেন
গন্ধেশ্বরী সুইটসের কর্ণধার ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলেরই ফ্যান। তবে এখন পাখির চোখ আর্জেন্টিনার বিশ্বকাপ জেতার দিকেই। কেননা, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে তার দোকানের মিষ্টির চাহিদা বাড়বে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।