স্পোর্টস ডেস্ক : গত এক বছরে বিশ্বে আয়ের দিক থেকে শীর্ষে থাকা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে ফোর্বস। সেখানে সবার উপরে অবস্থান করছেন পিএসজির আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি। দুইয়ে অবস্থান করছেন লস অ্যাঞ্জেলেস লেকার্সের বাস্কেটবল তারকা লেব্রন জেমস। শীর্ষ তিনের সবশেষ স্থানটিতে আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো।
বুধবার যুক্তরাষ্ট্রের অর্থ-বাণিজ্য বিষয়ক বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বসের প্রকাশিত তালিকাতে দেখা যায়, সর্বোচ্চ আয়ে শীর্ষ দশ অ্যাথলেটের মধ্যে ফুটবলার আছেন তিন জন। মেসি ও রোনালদোর পর চার নম্বরে অবস্থান করছেন পিএসজিরই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার।
লেব্রনসহ উত্তর আমেরিকার জনপ্রিয় বাস্কেটবল লিগ এনবিএর চার জন স্থান পেয়েছেন তালিকায়। বাকিরা হলেন স্টিফেন কারি, কেভিন ডুরান্ট ও জিয়ান্নিস আন্তেতোকোনপো।
সেরা দশের সাতে রয়েছেন সুইজারল্যান্ডের কিংবদন্তি টেনিস তারকা রজার ফেদেরার। তার পরের অবস্থানেই আছেন মেক্সিকান বক্সার ক্যান্সেলো আলভারেজ। নয় নম্বর জায়গাটি দখল করেছেন আমেরিকান ফুটবলের মহাতারকা টম ব্র্যাডি।
কর দেওয়ার আগে গত এক বছরে মেসি আয় করেছেন ১৩ কোটি ৩০ লাখ ডলার। চলতি মৌসুমের শুরুতে বার্সেলোনা ছাড়ায় পারিশ্রমিকের ২ কোটি ২০ লাখ ডলার হারালেও বিভিন্ন পণ্যের দূতিয়ালি করে বিপুল পরিমাণ অর্থ পেয়েছেন তিনি। অ্যাডিডাস, বাডভাইজার, পেপসিকোসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছেন তিনি। এছাড়া, পিএসজি থেকে বেতন হিসেবে পেয়েছেন ৭ কোটি ৫০ লাখ ডলার।
দুইয়ে থাকা লেব্রনের আয় ১২ কোটি ১২ লাখ ডলার। এনবিএ খেলোয়াড়দের মধ্যে এটি সর্বোচ্চ উপার্জনের রেকর্ড। ৯৬ কোটি ৫০ লাখ ডলার আয়ের আগের কীর্তিও ছিল তার গড়া। সময়ের সেরা ফুটবলারের দৌড়ে মেসির প্রতিদ্বন্দ্বী রোনালদোর আয় ১১ কোটি ৫০ লাখ ডলার। জুভেন্তাস ছেড়ে গত বছর ম্যান ইউনাইটেডে যোগ দেওয়ার পর বেতন হিসেবে তিনি পেয়েছেন ৬ কোটি ডলার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।