স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসিকে মার্ক করা মানেই একটি কঠিন ও জটিল চ্যালেঞ্জ। আর্জেন্টিনার সঙ্গে রাতে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে প্যারাগুয়ের কোচ গুস্তাভো আলফারো মেসিকে নিয়ে নিজের দৃষ্টিভঙ্গির বর্ণনা করেছেন।
আলফারোর বিশ্লেষণ, “মাঠে মেসি শুধু হেটে বেড়ায় না, সে পর্যবেক্ষণ করে। তার বিশেষত্ব শুধু তার দক্ষতার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তিনি একজন কৌশলী। তাকে একক মার্কিং দিয়ে আটকানো যায় না। এটি অনেকটা ম্যারাডোনার সময়ের মতো। রেইনার কথা মনে আছে? ডিয়েগো মাঠের বাইরে বাথরুমে যেতে চেয়েছিলেন এবং রেইনা তার পেছনে দাঁড়িয়ে ছিলেন, কারণ ম্যারাডোনা তখন জল খাচ্ছিলেন। এমন মুহূর্তগুলো বিরল।’
তিনি আরও বলেন, “মনে করেন আমি একজন খেলোয়াড়কে মেসির পেছনে পাঠালাম। মেসি কী করবে? তিনি প্রথম তিন মিনিট চারপাশে তাকাবে, পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং তারপর নিজের জন্য জায়গা তৈরি করবে। আর ডি পল, ম্যাকঅ্যালিস্টারদের বলবে: ‘আমি দুইজনকে একত্রিত করছি, একটি জায়গা তৈরি করছি। তুমি ঠিক করো, তারপর আমি হঠাৎ সেখানে এসে বলটি নেব।’ এই ধরনের কৌশলকে থামানো খুব কঠিন। আপনি তাকে একা ছেড়ে দিলে খবর আছে, হারতে আপনাকে হবেই।”
আলফারো বিষয়টি আরও ব্যাখ্যা করে বলেন, “অনেকে বলে মেসি হাঁটে। না, মেসি আসলে দেখে। ও মাঠ জুড়ে চোখ রাখে এবং পর্যবেক্ষণ করে। যদি তুমি কেবল ছুটে বেড়াও, তাহলে তুমি পরিস্থিতি দেখতে পারবে না। মেসি খুঁজে বের করে কোথায় বলটি পাস হবে, এবং সেখানেই গিয়ে হাজির হয়।”
আর্জেন্টিনা দলের শক্তি ও কৌশল নিয়ে আলফারো বলেন, “আর্জেন্টিনা হল জলের মতো। যদি আপনার দেয়ালে কোনো ফাঁক থাকল জল যেমন ঢুকে পড়ে, আর্জেন্টিনাও আপনার ফাকোফোকর গুলোতে ঢুকে পড়বে। আমাদের এই ফাঁকগুলো বন্ধ করতে হবে। আমাদের কৌশলগত সমন্বয় গড়ে তুলতে হবে যাতে এই ফাঁকগুলোকে আর্জেন্টিনা ব্যবহার করতে না পারে।”
প্যারাগুয়ে দলের প্রস্তুতি নিয়ে আলফাও বলেন, “মেসির নেতৃত্বে থাকা আর্জেন্টিনা দলের বিপক্ষে খেলা মানেই কঠিন চ্যালেঞ্জ, কিন্তু আমরা তাদের বিরুদ্ধে লড়াই করতে পারি।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।