স্পোর্টস ডেস্ক : ফ্রেঞ্চ ফুটবলের শেষের অধ্যায়ে আবারও বিতর্কে জড়ালেন লিওনেল মেসি। রোববার রাতে লিগ ওয়ানের বর্ষসেরার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে না গিয়ে মেসি পাড়ি জমিয়েছেন বার্সেলোনায়। সেখানে পছন্দের ব্যান্ড দল কোল্ডপ্লের কনসার্ট দেখতে গিয়েছিলেন তিনি।
লিগ ওয়ানের বর্ষসেরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বড় কিছু জেতেননি আর্জেন্টিনা অধিনায়ক। তবে লিগের বর্ষসেরা দলে জায়গা পেয়েছেন তিনি। লাল গালিচা অনুষ্ঠানে তার থাকার কথা ছিল সতীর্থদের সঙ্গে। কিন্তু অনুষ্ঠানের সময় মেসি ছিলেন বার্সেলোনা শহরের মন্তহুইচ স্টেডিয়ামে।
সেখানে কোল্ডপ্লের সঙ্গীতানুষ্ঠান উপভোগ করেছেন তিনি। গ্যালারিতে অবশ্য তাকে একা থাকতে দেখা গেছে। পরে বন্ধুদের সঙ্গে তার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ছবিতে মেসিকে বেশ উৎফুল্ল দেখা যায়। তবে লিগের অনুষ্ঠানে না গিয়ে মেসি নতুন করে যে বিতর্কে পড়লেন এ নিয়ে এখনও কিছু বলেনি পিএসজি।
সেত অ্যাঁত ও অলিম্পিক মার্শেইকে টপকে গত শনিবার রাতে ইতিহাস গড়েছে পিএসজি। লিগে ১১ বারের মতো শিরোপা জিতেছে তারা। সেদিন এক গোল করে মেসি গড়েন দারুণ একটা রেকর্ড। ক্রিশ্চিয়ানো রোনালদোকে টপকে ইউরোপিয়ান শীর্ষস্থানীয় ঘরোয়া লিগে সর্বোচ্চ গোলের কীর্তি গড়েন।
বার্সা ও পিএসজি মিলিয়ে ঘরোয়া লিগে মেসির গোল এখন ৪৯৬টি। সেখানে ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের হয়ে রোনালদোর লিগ গোল ৪৯৫টি। গত জানুয়ারিতে রোনালদো পাড়ি জমিয়েছেন সৌদি আরবের ফুটবলে। সুযোগ কাজে লাগিয়ে তার রেকর্ড ভেঙে দিলেন মেসি।
কিন্তু ব্যক্তিগত সাফল্যটা ঠিকঠাক উপভোগ করতে না করতেই ফের বিতর্কে জড়িয়ে গেল তার নাম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।