মেসিকে পরের বিশ্বকাপেও দেখতে চান স্কালোনি

মেসিকে পরের বিশ্বকাপে

স্পোর্টস ডেস্ক : রেকর্ড পাঁচটি বিশ্বকাপ খেলে ফেলেছেন লিওনেল মেসি। কাতারে অগণিত রেকর্ড ভাঙা-গড়া শেষে জিতেছেন আকাঙ্ক্ষিত ট্রফি। ফ্রান্সের বিপক্ষে ফাইনাল দিয়েই বিশ্বকাপ অধ্যায় শেষ করার ঘোষণা দিয়েছিলেন সেমিফাইনাল জিতে। তবে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর জানালেন, এখনই আন্তর্জাতিক অবসর নয়। বিশ্ব জয়ী কোচ লিওনেল স্কালোনি তো তাকে পরের বিশ্বকাপে দেখার প্রত্যাশা ব্যক্ত করলেন।

মেসিকে পরের বিশ্বকাপে

পাঁচ বিশ্বকাপে ১৩ গোল করে মেসি এখন এই প্রতিযোগিতায় সর্বকালের সেরা গোলদাতার তালিকায় জাস্টিন ফন্টেইনের সঙ্গে চতুর্থ স্থানে। এই আসরেই করেছেন ক্যারিয়ার সেরা ৭ গোল। পুরো দলের চোখের মণি হয়ে খেলেছেন। তাকে ঘিরে উজ্জীবিত ছিল পুরো দল। তাতে কাটলো ৩৬ বছরের খরা। চার বছর পর কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশন, সেখানে কি থাকবেন মেসি?

সাতবারের ব্যালন ডি’অর জয়ীর ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা তার হাতেই দিলেন স্কালোনি। তবে জাতীয় দলের দরজা সবসময় খোলা থাকবে তার জন্য। পরের বিশ্বকাপেও তাকে দেখার আশা আর্জেন্টিনা কোচের, ‘সবার প্রথমে বলতে হয়, ২০২৬ সালের বিশ্বকাপে তার জন্য আমাদের একটা জায়গা রেখে দিতে হবে। যদি সে খেলে যেতে চায়, আমাদের সঙ্গে থাকবে, তার জন্য সবসময় ‘১০’ থাকবে। আমি মনে করি সে খেলবে কি না কিংবা তার ক্যারিয়ার নিয়ে কী করতে চায়, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার বেশি।’

বিশ্বকাপ জিতার পর মেসির বড় ঘোষণা

মেসির প্রশংসা করে স্কালোনি বললেন, ‘তাকে ও তার সতীর্থদের কোচিং করানো আমাদের জন্য বিশাল আনন্দের। সে তার সতীর্থদের মধ্যে যা ছড়িয়ে দেয়, সেটা অতুলনীয় কিছু, এমন কিছু যা আমি কখনও দেখিনি। একজন খেলোয়াড়, একজন ব্যক্তি হিসেবে সে তার সতীর্থদের অনেক বেশি দেয়।’