স্পোর্টস ডেস্ক : প্যারিস সেইন্ট জার্মেইনের লিগ শিরোপা নিশ্চিত হতে পারে শনিবার (২৭ মে) রাতেই। স্ট্রাসবুর্গের মাঠে হার এড়ালেই ১১তম বারের মতো ফ্রেঞ্চ লিগ ওয়ানের ট্রফি নিজেদের ঘরে তুলবে প্যারিসিয়ানরা। আর তা করতে পারলে দানি আলভেসের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ৪২টি শিরোপা জেতার অনন্য রেকর্ডে নাম লেখাবেন লিওনেল মেসি। স্টার্সবুর্গের মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
অনুশীলনে বেশ আমুদে সময় কাটাচ্ছেন দুই বন্ধু কিলিয়ান এমবাপ্পে আর আশরাফ হাকিমি। এই দুই ফুটবলারের মতোই ফুরফুরে মেজাজে গোটা পিএসজি শিবির। ১১তম লিগ শিরোপা জিততে প্যারিসিয়ানদের অপেক্ষা যে এখন কেবলই সময়ের।
৩৬ ম্যাচে ৮৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থানটা পিএসজির দখলে। ৬ পয়েন্ট ব্যবধানে তালিকার দুইয়ে লেস। মৌসুমের দুই ম্যাচ বাকি থাকায়, ট্রফি জিততে কাগজে-কলমে লিওনেল মেসিদের দরকার ১ পয়েন্ট।
শনিবার রাতে প্যারিসিয়ানদের প্রতিপক্ষ ১৫ নম্বরে থাকা স্ট্রাসবুর্গ। চলতি মৌসুমে মাত্র ৯ ম্যাচ জেতা ক্লাবটি লিগে শেষ ৬ বছরে কখনোই হারাতে পারেনি প্যারিসের জায়ান্ট ক্লাবকে। তাই বলা চলে, শিরোপা জয়ের দোরগোড়ায়ই আছে প্যারিসের ক্লাবটি।
স্ট্রাসবুর্গের মাঠে আতিথ্য নেয়ার আগে বড় মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন লিওনেল মেসি। লিগ ওয়ান ট্রফিটা জিতলেই, যৌথভাবে ফুটবল ইতিহাসের সর্বোচ্চ শিরোপাজয়ী ফুটবলারের খেতাবটা নিজের করে নেবেন এই আর্জেন্টাইন। ৪২ ট্রফি নিয়ে সবার ওপরে আছেন তারই সাবেক ক্লাব সতীর্থ দানি আলভেস।
অবশ্য রেকর্ড গড়ার রাতটা অন্যভাবেও স্মরণীয় হতে পারে মেসির জন্য। এই ম্যাচ দিয়েই পিএসজির হয়ে শেষ অ্যাওয়ে ম্যাচ খেলে ফেলতে পারেন ফুটবল ইতিহাসের সর্বোচ্চ ব্যালন ডি’অর জেতা ফুটবলার। চুক্তি নবায়ন না করলে আগামী মৌসুমে অন্য কোনো ক্লাবে দেখা যাবে মেসিকে।
মেসির মতোই রেকর্ড হাতছানি দিয়ে ডাকছে তার ক্লাব পিএসজিকে। ফ্রেঞ্চ লিগ ওয়ান ইতিহাসে, সর্বোচ্চ শিরোপা জেতার অপেক্ষায় ফরাসি জায়ান্ট ক্লাবটি। এতদিন দশ শিরোপা নিয়ে সফলতম দলের তকমায় ভাগ ছিল সেট এতিয়েনের। নিজেদের ১১তম ফ্রেঞ্চ লিগ টাইটেল নিশ্চিত করলে সবচেয়ে বেশিবার লিগ জয়ের মাইলফলক নিজেদের করে নেবে পিএসজি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।