স্পোর্টস ডেস্ক : মেসি নাকি রোনালদো- কে সেরা? এ নিয়ে তর্ক চলতেই থাকে ভক্তদের। কিন্তু, মাঠের বাইরে দুই ফুটবল তারকার সম্পর্ক সবসময়ই মধুর। মেসির স্ত্রীর সঙ্গে রোনালদোর বান্ধবীরও রয়েছে সুসম্পর্ক। সামনাসামনি নিয়মিত দেখা না হলেও, সামাজিক মাধ্যমে যোগাযোগ হয় তাদের। ভক্তদের আশা, অদূর ভবিষ্যতে একসঙ্গে দুই সুপারস্টারের পরিবারকে ডিনার করতে দেখবেন।
মাঠের প্রতিদ্বন্দ্বিতায় কেউ কাউকে ছাড় দেন না। অব দ্য ফিল্ড তাদের সম্পর্ক কেমন, তা জানার আগ্রহ সবার। ২০১৯ সালে মোনাকোতে চ্যাম্পিয়ন্স লিগ ড্র অনুষ্ঠানে সাক্ষাৎকারে লিওনেল মেসিকে ডিনারের আমন্ত্রণ জানান ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকার সে দাওয়াত গ্রহণও করেন আর্জেন্টাইন স্টার।
এর আগে-পরেও বিভিন্ন অনুষ্ঠানে মেসি-রোনালদোর পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধের প্রমাণ পাওয়া গেছে। মেসির সন্তানদের রোনালদো প্রীতির কথা শোনা গেছে বহুবার। গোল করে ক্রিস্টিয়ানোর মতো সেলিব্রেট করতেও দেখা গেছে মাতেওকে। আরেক ছেলে থিয়াগোও সিআরসেভেন ফ্যান।
আবার রোনালদোর সন্তানও এলএমটেনের ভক্ত। বড় ছেলে ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়র লিওর প্লেয়িং স্টাইল ফলো করে। বিশ্বকাপ চ্যাম্পিয়ন তারকার ড্রিবলিং থেকে নাকি সবসময় শেখার চেষ্টা করে সে।
কিন্তু, দুই তারকার সঙ্গিনীর পারস্পরিক সম্পর্ক কেমন, তা সেভাবে শোনা যায়না কখনও। মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো এবং রোনালদোর বান্ধবী জর্জিনা রদ্রিগেজকে কখনও পাব্লিকলি দেখা যায়নি। তবে, তাদের মাঝেও নাকি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।
সামনাসামনি না হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে কানেক্টেড দু’জন। একে অপরের ছবি-পোস্টে লাইক, কমেন্ট করেন নিয়মিত। একবার আন্তোনেলার একটি ছবির কমেন্ট বক্সে জর্জিনা লিখেছিলেন ‘গর্জিয়াস’।
তবে, রোকুজ্জো-রদ্রিগেজের পরিচয় শুধু গ্রেট ফুটবলারদের সঙ্গিনী নয়। মিসেস মেসি একজন প্রমিনেন্ট মডেল ও ইনফ্লুয়েন্সার। সোশ্যাল নেটওয়ার্কে তার ফলোয়ার ৩৬ দশমিক ৫ মিলিয়ন। রোনালদো গার্লফ্রেন্ডও মডেল ও বিজনেস উইম্যান। তার ফলোয়ার ৫০ দশমিক ৭ মিলিয়ন।
জন্মসূত্রে আন্তোনেলার মতো জর্জিনাও আর্জেন্টিনিয়ান। দুই ফুটবল আইকনের সুপারস্টার লাইফ পার্টনারের সম্পর্কের উষ্ণতার পেছনে এটাও হয়তো বড় একটা কারণ। তবে, সেটা শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে সীমাবদ্ধ থাকবে না, বাস্তবেও এলএমটেন-সিআরসেভেন পরিবারকে একসঙ্গে সময় কাটাতে দেখা যাবে- এমনটাই আশা ফুটবলপ্রেমীদের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।