স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনাকে নিয়ে বাংলাদেশের সমর্থকদের অকুণ্ঠ সমর্থন নজর কেড়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর। নজর এড়ায়নি মেসিদেরও। আসর শেষে বাংলাদেশের মানুষকে টুইট করে ধন্যবাদ জানিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। এবার লাল সবুজের এ জনপদকে ধন্যবাদ জানিয়েছেন আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের (এএফএ) প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া।

মঙ্গলবার (০৩ জানুয়ারি) তাপিয়া আর্জেন্টিনায় বাংলাদেশের অনারারি কনসাল লিয়ান্দ্রো গাবারদিকে আমন্ত্রণ জানিয়ে ফেডারেশন এবং মেসিদের পক্ষ থেকে বাংলাদেশের সমর্থকদের ধন্যবাদ জানান। আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘ক্লারিন’ বুধবার তাদের এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরেছে।
প্রতিবেদনে জানানো হয়, এএফএ সভাপতির অফিসে প্রায় ২০ মিনিটের মতো ছিলেন গাবারদি। সেখানে গাবারদি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলকে বাংলাদেশে আনার ইচ্ছার কথা তাপিয়াকে জানিয়েছেন। এসময় তারা বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনাকে নিয়ে বাংলাদেশি সমর্থকদের উন্মাতাল সমর্থন নিয়ে আলাপচারিতা করেন। এতে বাংলাদেশের মানুষ নিজেদের মাটিতে আর্জেন্টিনা জাতীয় দলকে দেখার যে আশা রয়েছে, তা আরও সংহত হয়েছে।
এএফএর বিবৃতিতে বলা হয়, ‘বিশ্বকাপ চলাকালে ঢাকা এবং অন্যান্য শহরে অবিচল সমর্থনের জন্য জাতীয় দলের পক্ষ থেকে বাংলাদেশের সব মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ক্লদিও তাপিয়া।’
কাতার বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনার প্রতিটি ম্যাচ নিয়ে বাংলাদেশে উম্মাদনা দেখা গেছে। যা আর্জেন্টাইন সংবাদমাধ্যমসহ বিশ্বের একাধিক সংবাদমাধ্যমের নজরে এসেছিল। মেসিরা বিশ্বকাপ জয়ের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন আর্জেন্টাইন প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজকে। পরবর্তীতে তিনি আবার এক টুইটে শেখ হাসিনা এবং বাংলাদেশের সমর্থকদের ধন্যবাদ জানিয়েছিলেন।
মেসিকে ‘গার্ড অব অনার’ দিয়ে বরণ করল পিএসজি, ছিলেন না এমবাপ্পে(ভিডিওসহ)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



