অন্যরকম খবর ডেস্ক : বাংলাদেশের জাতীয় কবি কে— এই প্রশ্ন যদি আপনাকে করা হয়ে তবে কী উত্তর দেবেন? সবাই হয়তো ঠিক উত্তরটাই দেবেন অর্থাৎ কাজী নজরুল ইসলাম। কিন্তু যদি দেখেন আপনার আশেপাশের সবাই বলছে লিওনেল মেসি, তবে কী করবেন?
সোশ্যাল মিডিয়া ফেসবুকে এমনই একটি ভোটাভুটিতে দেখা গেছে ৭৮ শতাংশ মানুষ বলেছেন বাংলাদেশের জাতীয় কবি মেসি।
ফেসবুকে ‘আপনার ভুলভাল মতামত যেটা আমরা আজীবন মনে রাখবো’ নামের একটি গ্রুপে কিম নামের এক ব্যক্তি একটি পোল (জরিপ) পোস্ট করেন। এতে তিনি প্রশ্ন করেন— বাংলাদেশের জাতীয় কবি কে? জরিপে উত্তর দেওয়ার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সুফিয়া কামাল ও মেসি এই চারটি বিকল্প ছিল।
জরিপটি তৈরি করার ১৩ ঘণ্টার ভেতর ৪০ হাজারের বেশি মানুষ এতে ভোট দিয়েছে। ফলাফলে দেখা গেছে, ৩১ হাজার ৬০০ বেশি মানুষ ভোট দিয়েছেন মেসিকে যা মোট ভোটের ৭৬ শতাংশ। ২১ শতাংশ মানুষ ভোট দিয়েছেন কাজী নজরুল ইসলামকে। এই সংখ্যা সাড়ে ৮ হাজারেরও কম। অন্যদিকে রবীন্দ্রনাথ ঠাকুর ও সুফিয়া কামাল যথাক্রমে ২ শতাংশ ও ১ শতাংশ ভোট পেয়েছেন। সূত্র : দেশ রূপান্তর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।