স্পোর্টস ডেস্ক : ফরাসি কাপের ম্যাচে সোমবার (২৩ জানুয়ারি) স্কোয়াডে ছিলেন না লিওনেল মেসি। যা উসকে দিয়েছে প্রশ্ন – পিএসজিতে থাকছেন তো আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো মহাতারকা? লিগ ওয়ানের ক্লাবটিতে মেসির ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা ক্রমেই বাড়ছে।
পেইস দি ক্যাসেলের বিপক্ষে ফরাসি কাপের ম্যাচে বড় জয় পেয়েছে পিএসজি। কিলিয়ান এমবাপ্পে একাই করেছেন পাঁচ গোল। এ ছাড়া গোল করেছেন নেইমার ও কার্লোস সোলার। ফরাসি ফুটবলের ষষ্ঠ স্তরের বিপক্ষে গোলবন্যার পরও আলোচনায় লিওনেল মেসির দলে না থাকাটাই। পিএসজির কোচ ক্রিস্টফ গালতিয়ের যদিও বলছেন, ঠাসা সূচির কারণে বিশ্রাম দেয়া হয়েছে ৩৫ বছর বয়সী তারকাকে। কিন্তু বাতাসে গুঞ্জন ভিন্ন কিছুর।
বার্সেলোনা ভিত্তিক সাংবাদিক জেরার্ড রোমেরো জানিয়েছেন বোমা ফাটানো খবর, লিওনেল মেসি নাকি পিএসজির সঙ্গে চুক্তি নবায়নে আর ইচ্ছুক নন। চলতি মৌসুমের শেষে প্যারিসের ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আর্জেন্টিনার অধিনায়কের। এরপর তিনি ফ্রি এজেন্ট হিসেবে ফিরতে পারেন কাতালান জায়ান্ট বার্সেলোনায়।
তার দাবি আরও বেশি বিশ্বাসযোগ্য করে তুলেছে কাতালান ক্লাবটির সভাপতি হুয়ান ল্যাপোর্তার এক বক্তব্যের প্রেক্ষিতে। তিনি জানিয়েছিলেন, মেসিকে পুনরায় ফিরিয়ে আনা হবে ক্লাবে। দুইয়ে দুইয়ে তাই চার মেলাচ্ছেন বার্সেলোনা সমর্থকরা। তবে সাম্প্রতি অবশ্য কমে এসেছিল তার গলার আওয়াজ। মেসিকে দলে ভেড়াতে বড় বাধা যে ক্লাবের আর্থিক ফেয়ার প্লে পরিস্থিতি।
এর আগে সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গিয়েছিল, পিএসজির সঙ্গে চুক্তি নবায়নের দ্বারপ্রান্তে আছেন মেসি। বিশ্বকাপজয়ী কিংবদন্তিকে কমপক্ষে আরও এক মৌসুম ক্লাবটিতে চায় তারা। বিষয়টি নিশ্চিত করেছিলেন দলবদলের সংবাদের নির্ভরযোগ্য উৎস ফ্যাব্রিজিও রোমানোও।
মূলত বিশ্বকাপের পরই বদলেছে মেসির মনোভাব। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে নতুন করে ভবিষ্যৎ নিয়ে মূল্যায়ন করতে চান তিনি। তাই পিএসজির সঙ্গে নতুন চুক্তিতে অনাগ্রহ সাতবারের ব্যালন ডি’অরজয়ীর। তবে রোমেরো এটাও বলছেন, পিএসজি ছাড়লে যে মেসি বার্সায় ফিরবেন এমন কোনো নিশ্চয়তা নেই। আবার মন বদলে থেকেও যেতে পারেন প্যারিসে।
চলতি মৌসুমে ক্লাবের হয়ে দারুণ ফর্মে আছেন মেসি। এখন পর্যন্ত ২১ ম্যাচ খেলে ১৩ গোল করার পাশাপাশি গোল করিয়েছেন ১৪টি। এমন আগুনে ফর্মের তারকাকে হারানোর ভয়ে শঙ্কিত পিএসজি ফ্যানরা।
রোমেরোর দাবি সত্যি হলে কোথায় যাচ্ছেন মেসি?
পিএসজির সঙ্গে নতুন চুক্তি না করলে এই মৌসুম শেষে ফ্রি এজেন্ট হিসেবে মেসি যোগ দিতে পারবেন তার পছন্দ অনুযায়ী যে কোনো ক্লাবে। বার্সেলোনা ছাড়াও ইউরোপে মেসির পরবর্তী গন্তব্য হতে পারে ম্যানচেস্টার সিটি। সে ক্ষেত্রে পুরনো কোচ পেপ গার্দিওলার সঙ্গে হতে পারে তার পুনর্মিলন।
তবে ইউরোপের বাইরেও মেসিকে দলে ভেড়াতে উদগ্রীব দলের সংখ্যা কম নয়। মেজর লিগ সকারের (এমএলএস) দল ইন্টার মিয়ামি দীর্ঘদিন থেকে চেষ্টা করছে তাকে দলে ভেড়াতে। বার্সেলোনায় এক সময়ের সতীর্থ লুইস সুয়ারেজের কাছে এক সময় এমএলএসে খেলার ইচ্ছার কথাও জানিয়েছিলেন আর্জেন্টাইন তারকা। তবে ইউরোপের বাইরে ইন্টার মিয়ামিকে সে ক্ষেত্রে পাল্লা দিতে হবে সৌদি প্রো লিগের দল আল হিলালের সঙ্গে।
চলতি মৌসুমে ক্রিস্টিয়ানো রোনালদো যোগ দিয়েছেন সৌদির ক্লাব আল নাসর এফসিতে। কাতার সফলভাবে বিশ্বকাপ আয়োজন করার পর এবার সৌদি আরবও চায় বিশ্বকাপের আয়োজক হতে। তাই দেশটি নিজেদের ফুটবলের পরিচিতি বাড়াতে এগুচ্ছে বড় পরিকল্পনা নিয়ে। রোনালদোর পর আল নাসর দলে ভেড়ানোর চেষ্টা চালিয়েছে লুকা মদ্রিচকেও। গুঞ্জন আছে সার্জিও রামোসকেও আগামী মৌসুমে দলে টানতে চায় আল নাসর। আর নাসরের প্রতিদ্বন্দ্বী আল হিলাল চায় মেসিকে দলে ভিড়িয়ে রোনালদো-মেসির চিরপ্রতিদ্বন্দ্বিতা বাঁচিয়ে রাখতে। তার জন্য বিপুল অর্থ খরচ করতেও কার্পন্য নেই তাদের। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মেসির জন্য বড় অঙ্কের প্রস্তাব প্রস্তুত করা হচ্ছে।
তবে সৌদি ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ইবরাহিম আকাসিম আল হিলালে মেসির আসার খুব একটা সম্ভাবনা দেখছেন না।
মার্কাকে তিনি বলেন, ‘এই মুহূর্তে আমরা মেসির আগমনের বিষয়ে কিছুই জানি না। তবে আমি এটা লুকাতেও চাই না যে, আমাদের সৌদি ফেডারেশন মেসিকে আমাদের লিগে খেলতে দেখলে খুশিই হব।’
তাই বলা যায়, মেসির ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা বাড়ছেই। কোথায় যাবেন মেসি? বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি নাকি রোনালদোর মতো ইউরোপ ছেড়ে নতুন রোমাঞ্চের খোঁজে নেমে পড়বেন?
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।