অভিষেক ম্যাচে যেভাবে গোল করে দলকে জেতালেন মেসি

মেসি

স্পোর্টস ডেস্ক : গত এক মাসেরও বেশি সময় ধরে এই দিনটির অপেক্ষাতেই ছিলেন মেসি ভক্তরা। ইন্টার মায়ামির হয়ে মেসির অভিষেক ঘটেছে অবশেষে।

মেসি

আর অভিষেকেই ম্যাচের অন্তিম মুহূর্তে নিজের ট্রেডমার্ক ফ্রি-কিক থেকে গোল করে দলকে জিতিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।

ম্যাচের দ্বিতীয়ার্ধে, ৫৪ মিনিটে মাঠে নামেন মেসি। মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে নির্ধারিত ৯০ মিনিট এবং যোগ করা দুই মিনিটের খেলা শেষে ম্যাচ ১-১ সমতায় ছিলো। তখনই গোল পোস্টের ৩০ গজ দূর থেকে ফ্রি-কিক পায় ইন্টার মায়ামি। নিজের বিখ্যাত বাঁ পায়ের দুর্দান্ত বাঁকানো শটে বল জালে জড়ান মেসি।

মাঠে উপস্থিত সব দর্শক দাঁড়িয়ে অভিবাদন জানান মেসিকে। যার মধ্যে ছিলেন ফ্রি-কিকের রাজা বলে খ্যাত ইন্টার মায়ামির মালিকপক্ষের একজন, ডেভিড বেকহ্যামও।

আলুর ম্যাজিকে চকচক করবে গাড়ির কাচ, রয়েছে একটি দারুণ টিপস

মায়ামির হয়ে অভিষেক ম্যাচে গোল করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মেসি। আর্জেন্টাইন মহাতারকা নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন,’এগিয়ে চলো। জয় দিয়ে এই সপ্তাহ শুরু করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিলো । ভক্ত-সমর্থকদের জন্যেও এটি গুরুত্বপূর্ণ ছিল। আমরা এভাবেই এগিয়ে যাবো।’