ফিলি.স্তিনিদের ‘সন্ত্রাসী’ উল্লেখ করায় ক্ষমা চেয়েছে মেটা

আন্তর্জাতিক ডেস্ক : নিজেদের ফিলিস্তিনি হিসেবে পরিচয় দেয়া কিছু ইনস্টাগ্রাম ব্যবহারকারীর ‘বায়ো’তে ‘সন্ত্রাসী’ উল্লেখ করার জন্য ক্ষমা চেয়েছে টেক জায়ান্ট ফেসবুকের প্রধান কোম্পানি মেটা।

মেটা বলেছে, মাধ্যমটির কিছু ক্ষেত্রে ‘অনুপযুক্ত আরবি অনুবাদের কারণে’ সৃষ্ট সমস্যার সমাধান করা হয়েছে।

বিবিসিকে জানিয়েছে, ‘আমরা আন্তরিকভাবে দুঃখিত যে এটি ঘটেছে।’

ইসরাইল-গাজা সঙ্ঘাতের সময় ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানানো কনটেন্ট সরিয়ে নেয়ার অভিযোগও উঠেছে প্ল্যাটফর্মটির বিরুদ্ধে।

কিছু ব্যবহারকারী বলছেন, ফিলিস্তিনপন্থী পোস্টের জন্য ইনস্টাগ্রামে তাদের ‘শ্যাডো ব্যান’ (ব্যবহারকারীকে না জানিয়েই তার কনটেন্ট নিউজফিডে দেখানো থেকে বিরত রাখা) করা হয়েছে।

ব্যবহারকারীরা দাবি করেছেন, সঙ্ঘাতের কথা উল্লেখ করে স্টোরিজের ২৪ ঘণ্টার পোস্টে অন্যদের তুলনায় কম ভিউ পেয়েছেন তারা এবং অনুসন্ধানে তাদের অ্যাকাউন্টগুলো সহজে খুঁজে পাওয়া যায় না।

প্রযুক্তি জায়ান্ট মেটা স্বীকার করেছে, একটি বাগ (ত্রুটি) স্টোরিজকে প্রভাবিত করেছে। তবে বিষয়বস্তুর সাথে এর কোনো সম্পর্ক নেই।