Advertisement
ধর্ম ডেস্ক : প্রশ্ন: আমার বাসার ফ্লোর টাইলস করা। অনেক সময় ঘরে বাচ্চারা তার ওপর প্রসাব করে দেয়। এক্ষেত্রে তা পবিত্র করার পদ্ধতি কী? টাইলস তো মসৃণ, পানি শুষে না। সুতরাং তা কি পানি দিয়ে ধুতে হবে, না কাপড় দিয়ে মোছাই যথেষ্ট হবে?
উত্তর: এ টাইলসের উপরিভাগ যেহেতু মসৃণ এবং তা পানি শুষে না, তাই তাতে পেশাব লাগলে পবিত্র কাপড় দিয়ে যদি এমনভাবে মুছে নেওয়া হয় যে, তা থেকে নাপাকির চিহ্ন, গন্ধ দূর হয়ে যায় তাহলে তা পাক হয়ে যাবে। এক্ষেত্রে পানি দিয়ে ধোয়া জরুরি নয়।
সূত্র: শরহু মুখতাসারিল কারখী ১/১৯৯; আলমুহীতুল বুরহানী ১/৩৮৯; আলবাহরুর রায়েক ১/২২৫; ফাতাওয়া হিন্দিয়া ১/৪৩
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।