আন্তর্জাতিক ডেস্ক : দিল্লি মেট্রোতে আবারো ঘটলো আলোচনার মতো এক ঘটনা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ভিড়ে ঠাসা একটি মেট্রো কামরায় প্রায় তিরিশজন তরুণী একসঙ্গে হানি সিংহের জনপ্রিয় গান ‘লভ ডোজ়’ গাইছেন। তবে শুধুই গাওয়া নয়, বলা চলে তারস্বরে চিৎকার করে একে অপরের সঙ্গে পাল্লা দিয়ে গান করছেন তাঁরা। এমনকি কেউ কেউ গানের তালে তালে নাচতেও শুরু করেন।
ঘটনার বিস্তারিতঃ
ভিডিওতে দেখা যায়, মেট্রোর সাধারণ পরিবেশ থেকে অনেকটাই ব্যতিক্রমী এই দৃশ্য দেখে সহযাত্রীদের একাংশ অবাক হয়ে যান। কেউ কেউ এই মুহূর্ত ক্যামেরাবন্দি করারও চেষ্টা করেন। তাঁদেরই মধ্যে কেউ একজন এই ভিডিওটি রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। এরপরই তা ভাইরাল হয়ে যায়।
সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া
ভিডিওটি ‘বিজয়’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়। ইতিমধ্যেই দেড় লক্ষের বেশি বার দেখা হয়েছে এই পোস্টটি। এসেছে প্রচুর লাইক ও মন্তব্য। কেউ কেউ মজার ছলে লিখেছেন, “পয়সা দিয়ে সিনেমা দেখার দরকার কী, দিল্লি মেট্রোই যথেষ্ট বিনোদনের জন্য!” অন্যদিকে, একাংশ নেটাগরিক এই আচরণকে মেট্রোর পরিবেশের প্রতি অসম্মানজনক বলে উল্লেখ করেছেন।
পূর্ব অভিজ্ঞতাও রয়েছে দিল্লি মেট্রোতে
এটাই প্রথম নয়। দিল্লি মেট্রোতে আগেও দেখা গিয়েছে এমন কিছু অস্বাভাবিক পরিস্থিতি— কখনও তরুণ-তরুণীর ঘনিষ্ঠতা, কখনও জামাকাপড় নিয়ে বিতর্ক, আবার কখনও বসার জায়গা নিয়ে বচসা। এ সবই নিয়মিত আলোচনার জন্ম দিয়েছে।
সত্যতা নিয়ে এখনও প্রশ্ন
যদিও এই ভাইরাল হওয়া ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি এবং এটি ঠিক কবে ঘটেছে, সেটিও স্পষ্ট নয়।
Delhi metro me aapka swagat hai 🤡 pic.twitter.com/e0FM6jBqkt
— Vijay (@veejuparmar) April 23, 2025
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।