স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন টেস্ট হেরে ব্যাপক সমালোচনার শিকার হয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন উঠেছে।
এবার বাবরের পক্ষ নিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ। খবর ক্রিকউইকের।
বাবর আজমের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্টে জিতেছে পাকিস্তান, অস্ট্রেলিয়ার বিপক্ষে একটিতে জিতেছে। আর সর্বশেষ ইংল্যান্ডের সঙ্গে হোয়াইটওয়াশ হয়েছে।
এমন খেলার পর অনেকেই নানান বাজে মন্তব্য করেছেন। সাবেক ক্রিকেটার মোহাম্মদ আমির উদ্বেগ প্রকাশ করেছেন বাবর আজমের অধিনায়কত্ব নিয়ে।
এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির নতুন চেয়ারম্যান নাজাম শেঠি জানিয়েছেন, ‘বাবর আজম নিজ দায়িত্বেই বহাল থাকবেন।’
নাজাম শেঠির কথার সুর ধরেই জাভেদ মিয়াঁদাদ বলেন, ‘শুধু টেস্ট নয়, বাবর আজমকে তিন ধরনের খেলার অধিনায়ক বানানো দরকার। কেননা দলীয় পারফরম্যান্স খারাপ হলেও তার ব্যক্তিগত পারফরম্যান্সের উন্নতি হচ্ছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।