মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় র্যাব ছায়া তদন্ত করছে বলে জানিয়েছেন র্যাবের মহপরিচালক এ কে এম শহিদুর রহমান।
তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ২ জনকে র্যাব ও ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া, মব সৃষ্টির অভিযোগে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে ২০ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (১৩ জুলাই) দুপুরে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাবের মহাপরিচালক।
তিনি বলেন, “অপরাধী কোন দলের কোন মাপের নেতা, সেটা আমাদের কাছে বিবেচ্য বিষয় নয়। আমাদের কাছে অপরাধীর পরিচয় শুধু অপরাধী।”
তিনি জানান, ৯ জুলাই রাতে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে ব্যবসায়ী মো. সোহাগকে মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বড় বোন কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর র্যাব গোয়েন্দা নজরদারি বাড়িয়ে কেরানীগঞ্জ থেকে আলমগীর এবং কুমিল্লার দাউদকান্দি থেকে মনিরকে গ্রেফতার করে।
ঘরে বসেই ভূমি উন্নয়ন কর পরিশোধ: জেনে নিন ২০২৫ সালের নতুন নিয়ম
র্যাব মহাপরিচালক আরো জানান, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মব ভায়োলেন্স বা গণপিটুনি ও জনতা কর্তৃক আইন হাতে তুলে নেওয়ার অভিযোগে মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ২ জুলাই লালমনিরহাটের পাটগ্রাম থানায় পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৩ জন, ৩ জুলাই কুমিল্লার মুরাদনগরে মা ও দুই সন্তানকে হত্যার ঘটনায় ৬ জন, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় ৭ জন, কুমিল্লায় নারী নির্যাতনের ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় শাহ পরানসহ ৬ জন, ভোলার তজুমদ্দিনে স্বামীকে মারধর ও স্ত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি, মোহাম্মদপুরের ‘কব্জিকাটা গ্রুপ’-এর অন্যতম সহযোগী টুন্ডা বাবু এবং রোহিঙ্গা ক্যাম্পে অপহরণ ও মুক্তিপণ দাবিতে জড়িত ৫ জন সন্ত্রাসী। সবগুলো ঘটনায় র্যাব দ্রুত অভিযান চালিয়ে জড়িতদের আইনের আওতায় এনেছে বলে জানান র্যাব ডিজি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।