জুমবাংলা ডেস্ক : সিলেটের বৃষ্টির একদিন পর স্বস্তির বৃষ্টির দেখা মিলেছে মৌলভীবাজারে। জেলার বিভিন্ন উপজেলায় টানা ১৫ দিনের তীব্র তাপদাহের পর অবশেষে মাঝরাতে ঝড়-বৃষ্টির খবর পাওয়া গেছে।
মঙ্গলবার দিবাগত রাত দেড়টা থেকে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকায় প্রথম বৃষ্টিপাত শুরু হয়। এতে স্বস্তি ফেরে জনমনে। তবে বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া ও ঝড় রয়েছে। এতে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেছে।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মধ্যরাত থেকে মৌলভীবাজার জেলা ও আশপাশের এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে।
শেরপুর এলাকার রিপন মিয়া বলেন, এই কয়েক দিনে প্রচণ্ড গরমে অতিষ্ঠ ছিলাম। আলহামদুলিল্লাহ রহমতের বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়া সহকারী মো. আনিসুর রহমান জানান, সিলেটের বৃষ্টির পর আমরা আগে থেকেই বৃষ্টির আভাস দিয়েছিলাম। গত কয়েকদিন থেকে ৩৮ থেকে ৩৯ ডিগ্রি তাপমাত্রা ছিল। বৃষ্টি হলে তা কমে আসবে।
প্রসঙ্গত, সোমবার সকালের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল দেশের তিন বিভাগের দু-এক জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে। বিভাগগুলো ছিল বরিশাল, চট্টগ্রাম ও সিলেট। এর মধ্যে সিলেটের কিছু এলাকায় বৃষ্টি হয়। এর একদিন পর মৌলভীবাজারে বৃষ্টি হলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।