ডাকবাংলোর ইঁদুরের কামড়ে অজ্ঞান মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: সরকারি ডাকবাংলোয় ইঁদুরের কামড়ে জ্ঞান হারালেন মন্ত্রী। ভর্তি করতে হলো হাসপাতালে। ভারতের উত্তরপ্রদেশে ঘটে যাওয়া এই কাণ্ড বেশ শোরগোলের সৃষ্টি করেছে রাজ্যজুড়ে।

উত্তরপ্রদেশ সরকারের বরাতে টাইমস অব ইন্ডিয়ার খবর অনুযায়ী, যুবকল্যাণ ও ক্রীড়া দফতরের রাষ্ট্রমন্ত্রী গিরিশচন্দ্র যাদব সোমবার সকালে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। তাড়াতাড়ি তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার সময় উত্তরপ্রদেশের বান্দা জেলায় সফররত ছিলেন মন্ত্রী। উঠেছিলেন সরকারি ডাকবাংলোতে।

তার অসুস্থতার ব্যাপারে চিকিৎসকরা মনে করছেন, ডাকবাংলোয় রাতে ইঁদুর বা বিষাক্ত কোনো পোকার কামড় খান তিনি। তার ডান হাতের আঙুলে কামড়ের দাগ দেখতে পেয়েছেন তারা । করা হয়েছে একাধিক পরীক্ষাও।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ডাকবাংলোটি একটি জঙ্গলাকীর্ণ এলাকায় অবস্থিত। ধারণা করা হচ্ছে জঙ্গলের কোনো বিষাক্ত প্রাণী কামড় দিয়েছে মন্ত্রীকে।

মধ্যরাতে এই কামড় খাওয়ার পর সোমবার সকালে হঠাৎই অসুস্থ বোধ করতে শুরু করেন মন্ত্রী। এরপর অজ্ঞান হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গেই হাসপাতালে নেয়া হয় তাকে।

সম্প্রতি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তার মন্ত্রিসভার সদস্যদের নির্দেশ দিয়েছেন রাজ্যজুড়ে সফরের।

সেই নির্দেশ মোতাবেক বান্দা জেলায় সফরে গিয়েছেন গিরিশচন্দ্র যাদব। আদিত্যনাথের নির্দেশ ছিল, মন্ত্রীরা কোনো বেসরকারি হোটেলে থাকবেন না। উঠতে হবে সরকারি কোনো বাংলোয়।

তার সেই নির্দেশের পর এমন ঘটনায় যোগী আদিত্যনাথের অনুসারীদের দাবি, ডাক বাংলোয় বেসরকারি হোটেলের আরাম-আয়েশ না থাকায় সেখানে অবস্থান ঠেকাতে এমন নাটক সাজানো হতে পারে।

বিয়ের আগের রাতে চিঠি লিখে উধাও পাত্র! বর খুঁজতে মাঠে পুলিশ