স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর পর এবার ক্রিকেটের বাইবেলখ্যাত ব্রিটিশ সাময়িকী উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা করে নিলেন বাংলাদেশ অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।
২০২২ সালে তিন সংস্করণ মিলিয়ে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৫৯ উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার। বিদায়ী বছরে ব্যাট হাতেও উজ্জ্বল ছিলেন তিনি। বিশেষ করে ওয়ানডেতে।
ঘরের মাঠে ভারতের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের নায়ক মিরাজ। প্রথম ম্যাচে অপরাজিত ৩৮ রানের লড়াকু ইনিংসে ভারতের মুঠো থেকে জয় ছিনিয়ে আনার পর দ্বিতীয় ম্যাচে খাদের কিনারায় দাঁড়িয়ে মহাকাব্যিক সেঞ্চুরিতে জয়ের ভিত গড়ে দেন তিনি। তাকে বর্ষসেরা ওয়ানডে একাদশে রাখার ব্যাখ্যায় ভারত সিরিজের দুর্দান্ত পারফরম্যান্সের আলাদাভাবে উল্লেখ করেছে উইজডেন কর্তৃপক্ষ।
বল হাতে বছরজুড়ে ধারাবাহিক ছিলেন মিরাজ। দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ে তিনি উইকেট নিয়েছিলেন চারটি করে। সব মিলিয়ে ২০২২ সালে ১৫ ওয়ানডেতে ২৮.২০ গড়ে ২৪ উইকেট নেওয়ার পাশাপাশি ৬৬ গড়ে ৩৩০ রান করেছেন মিরাজ।
উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে তিনিই বাংলাদেশের একমাত্র প্রতিনিধি। এছাড়া ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার দুজন করে এবং দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের একজন করে ক্রিকেটার আছেন একাদশে। দ্বাদশ খেলোয়াড় জিম্বাবুয়ের সিকান্দার রাজা। অধিনায়ক পাকিস্তানের বাবর আজম।
উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দল: ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া), ইমাম-উল-হক (পাকিস্তান), বাবর আজম (পাকিস্তান, অধিনায়ক), শ্রেয়াস আইয়ার (ভারত), টম লাথাম (নিউজিল্যান্ড, উইকেটকিপার), রাসি ফন ডার ডুসেন (দক্ষিণ আফ্রিকা), মেহেদী হাসান মিরাজ (বাংলাদেশ), আলজারি জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ), মোহাম্মদ সিরাজ (ভারত), অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া), ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)। দ্বাদশ খেলোয়াড় : সিকান্দার রাজা (জিম্বাবুয়ে)।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।