জুমবাংলা ডেস্ক : জমিতে কেটে রাখা বোরো ধান আনতে গিয়ে একটি মহিষ দেখতে পান কৃষক শহীদ মিয়া। কয়েকজনের সহায়তায় মহিষটি ধরে বাড়িতে নিয়ে বেঁধে রাখেন। গত পাঁচ দিনেও কেউ মালিকানা দাবি না করায় বিপাকে পড়েছেন তিনি। শহীদ মিয়ার বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার খলাপাড়া গ্রামে।
রোববার রাজগাতী ইউনিয়নের খলাপাড়া গ্রামের ওই কৃষকের বাড়ি গিয়ে আম গাছের সঙ্গে শিকলে বাঁধা মহিষটি দেখা যায়। মহিষটি দেখতে সেখানে লোকজনও ভিড় জমাচ্ছেন।
শহীদ মিয়া (৬৫) জানান, তাদের বাড়ির সামনে খলাপাড়া হাওরের ভেদারপুরী এলাকায় তার বোরো ক্ষেত। গত ৪ মে নিজের তিনটি গরু চরাতে যান সেখানে। এ সময় গরুর সঙ্গে একটি মহিষকে হুড়োহুড়ি করতে দেখেন। আশপাশের কারও মহিষ না থাকায় অন্য জায়গা থেকে এসেছে ভেবে মহিষটিকে বেঁধে বাড়িতে নিয়ে যান। কিন্তু রশি ছিঁড়ে মহিষটি আগের জায়গায় চলে যায়। এরপর মহিষটি ধরতে গিয়ে আহত হন রশিদ মিয়া ও মোস্তফা।
প্রতিবেশী আব্দুল মোতালেব (৭৫) জানান, মহিষটি চুরি হওয়ার আশঙ্কায় রাত জেগে পাহারা দেন শহীদ মিয়া।
ভাতিজা আব্দুল কদ্দুছ জানান, গত শনিবার (৭ মে) দুপুরে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা থেকে কয়েকজন এসে মহিষটি দাবি করেন। কিন্তু প্রমাণ দেখাতে পারেননি বলে মহিষটি হস্তান্তর করা হয়নি। বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে জানানো হয়েছে।
রাজগাতী ইউপি চেয়ারম্যান ইফতেখার মমতাজ খোকন জানান, তিনি মহিষটি দেখেছেন। মহিষটি নিতে যথাযথ প্রমাণপত্র দেখাতে বলেছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।