আন্তর্জাতিক ডেস্ক : তাঁর পরোপকার এবং সামাজিক কাজের স্বীকৃতি হিসেবে তাঁকে এই পুরস্কার দেওয়া হল বলে জানিয়েছে মিস ওয়ার্ল্ড ফাউন্ডেশন। ২৮ বছর পর ফের ভারতে বসেছিল মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার আসর। এটা ছিল প্রতিযোগিতার ৭১তম সংস্করণ। জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে আয়োজিত এই প্রতিযোগিতার মঞ্চে নীতার হাতে এই পুরস্কার তুলে দেন মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের চেয়ারম্যান তথা সিইও জুলিয়া মোর্লে।
মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার মঞ্চে সম্মানিত নীতা অম্বানি। শনিবার (১০ ফেব্রুয়ারি), ‘রিলায়েন্স ফাউন্ডেশনে’র চেয়ারপার্সন তথা প্রতিষ্ঠাতা নীতা অম্বানিকে ‘হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড’ দিল ‘মিস ওয়ার্ল্ড ফাউন্ডেশন’। তাঁর পরোপকার এবং সামাজিক কাজের স্বীকৃতি হিসেবে তাঁকে এই পুরস্কার দেওয়া হল বলে জানিয়েছে মিস ওয়ার্ল্ড ফাউন্ডেশন।
২৮ বছর পর ফের ভারতে বসেছিল মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার আসর। এটা ছিল প্রতিযোগিতার ৭১তম সংস্করণ। জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে আয়োজিত এই প্রতিযোগিতার মঞ্চে নীতার হাতে এই পুরস্কার তুলে দেন মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের চেয়ারম্যান তথা সিইও জুলিয়া মোর্লে।
পুরস্কার তুলে দেওয়ার সময় জুলিয়া মোর্লে বলেন, “নীতা আম্বানি, আপনার উদারতার কথা গোটা পৃথিবী জানে। আপনি অনেকের জন্য অনেক কিছু করেছেন।” আর পুরস্কার পেয়ে নীতা অম্বানি বলেন, “এই সম্মান কোনও ব্যক্তিগত অর্জন নয়। এটা করুণা এবং সেবার শক্তির একটা প্রমাণ।
আমি সবসময়, সত্যম শিবম সুন্দরমের চিরন্তন ভারতীয় নীতিতে চলেছি। সত্যম সত্যকে আলিঙ্গন করে। সত্যের সাধনা হল একটি আধ্যাত্মিক যাত্রা। শিবম ভিতরে দেবত্ব লালন করে। আমাদের রিলায়েন্স ফাউন্ডেশনের কাজের মাধ্যমে আমি লক্ষ লক্ষ শিশুর হাসির মধ্যে সেই দেবত্ব অনুভব করেছি। সুন্দরম আমাদের চারপাশের সৌন্দর্যকে উদযাপন করে। প্রতিটি মুহুর্তে আনন্দের খোঁজ করুন। ইতিবাচক পরিবর্তনের জন্য সৌন্দর্যকে শক্তি হিসাবে ব্যবহার করুন।”
একটি বিশেষ ভিডিও বার্তায়, অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস বলেছেন, “নীতা অম্বানি এমন এক সুন্দরী মহিলা, যিনি জীবনে সবসময় উদ্দেশ্য নিয়ে চলেন। তিনি একজন সম্মানীয় শিক্ষাবিদ, সমাজসেবী এবং ব্যবসায়ী তো বটেই। সেই সঙ্গে, তিনি ভারতের শিল্পকলার একজন রক্ষক।
ধারাবাহিকভাবে তিনি ভারতীয় শিল্প ও সংস্কৃতিকে বিশ্ব মঞ্চে উপস্থাপন করেন। এই সকল কর্মযজ্ঞ তিনি এক উষ্ণ হাসি এবং সহানুভূতির সঙ্গে করে চলেন। শুধু তাঁর সাফল্যগুলি উদযাপন করলেই চলবে না। সেই সঙ্গে তিনি অনেকের জীবনে যে আনন্দ এনেছেন, তাদের ক্ষমতায়িত করেছেন সেই সকল কাজকেও উদযাপন করতে হবে।”
মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় এবার বিজয়ী হয়েছেন চেক প্রজাতন্ত্রের প্রতিযোগী, ক্রিস্টিনা পিজকোভা। ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন ফেমিনা মিস ইন্ডিয়া ২০২২-এর বিজয়ী, সিনি শেঠি। তিনি সেরা আট প্রতিযোগীর রাউন্ডেই প্রতিযোগিতা থেকে ছিটকে যান। সব মিলিয়ে এই প্রতিযোগিতায় সারা বিশ্বের ১১২ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।