বিনোদন ডেস্ক : রাফিয়াত রশিদ মিথিলাকে এবার পাওয়া গেলো অন্যরকম আবহে। অভিনয়ে এতকাল তার যে পর্দা উপস্থিতি, সেটি যেন মুছে গেলো এক লহমায়; এক গানেই।
মঙ্গলবার (১৪ জুন) অন্তর্জালে উন্মুক্ত হলো তার প্রথম চলচ্চিত্র ‘অমানুষ’-এর ‘খোদা জানে’ শিরোনামের গান। যেখানে তাকে দেখা যাচ্ছে রোমান্টিক আবহে, নায়ক নিরবের সঙ্গে। যেমনটা তাকে পাওয়া যায়নি তার অতীত নাটক বা ওয়েব সিরিজে।
দর্শক-সমালোচকরা বলছেন, মিথিলা এই গানটির মাধ্যমে নিজের খোলস বদলালেন পুরোদমে, পা গলালেন বাণিজ্যিক ঘরানার জুতোয়। এবং শৈল্পিকভাবেই তিনি এই গানে নিজের গ্ল্যামার-দ্যুতি ও অভিনয়-ক্ষমতা সামলেছেন রেললাইনের আদলে।
‘খোদা জানে’ গানটির কথা লিখেছেন ও সংগীত পরিচালনা করেছেন লিংকন। গেয়েছেন সৈয়দ অমি ও কুমকুম লায়লা।
অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ ছবিটি মুক্তি পাচ্ছে ১৭ জুন, দেশের ৪০টি প্রেক্ষাগৃহে।
‘অমানুষ’ মূলত গহিন জঙ্গলের গল্প। যেখানে আটকা পড়েন মিথিলা। আর বনদস্যু হলেন নায়ক নিরব। নিরবের মতে, ‘মানুষের ভিড়ে, মানুষের বেশে ঘাপটি মেরে বসে থাকে কিছু অমানুষ। তাদের নিয়ে ছবির গল্প।’
মিথিলা বলেন, ‘গল্পটা ভালো। মানে আলাদা বিষয় আছে। নিরবের লুকটা আলাদা, চোখে লাগার মতো। দর্শকরা সিনেমা হলে আমাদের দেখতে এলে খুশি হবো।’
এতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, নওশাবা ইসলাম, রাশেদ মামুন অপুসহ অনেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।