Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home মধ্যপ্রাচ্য থেকে নিঃস্ব হয়ে ফিরছেন নারীরা
    বিভাগীয় সংবাদ সিলেট

    মধ্যপ্রাচ্য থেকে নিঃস্ব হয়ে ফিরছেন নারীরা

    Shamim RezaMarch 17, 20243 Mins Read
    Advertisement

    জুমবাংলা ডেস্ক : ছয় বছরের রোজিনার বিশ্বাস তার মা চকলেট আর পোশাক নিয়ে শিগগিরই বাড়ি ফিরবেন। শিশুটি মায়ের জন্য অপেক্ষা করে প্রতিদিন।

    নারীরা

    কিন্তু নানা বিপত্তির কারণে মধ্যপ্রাচ্যের দেশ জর্ডান থেকে ফিরতে পারছেন না তার মা শাহনাজ বেগম (৩০), সেখানে জীবনের নিরাপত্তা নিয়েও তিনি শঙ্কায় আছেন।

    সোমবার (১১ মার্চ) হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় গাজীপুর ইউনিয়নের দুধপাতিল গ্রামে শাহনাজ বেগমের পরিবারের সদস্যরা এসব তথ্য জানান।

       

    তারা বলেন, শাহনাজ সংসারে স্বচ্ছলতা ফেরাতে চার বছর আগে আদম বেপারির মাধ্যমে জর্ডানে যান। কিন্তু পাসপোর্টে লিপিবদ্ধ নামের সঙ্গে তার জাতীয় পরিচয়পত্রের নামে অমিল থাকায় ফিরতে পারছেন না। এ জটিলতা নিয়ে ফিরলেও দ্বিতীয়বার বিদেশ যাওয়া কঠিন হবে।

    শাহনাজের স্বামী ফারুক মিয়া বলেন, আমি ও আমার মেয়ে তাকে দেশে ফেরত চাই। কিন্তু এ অবস্থায় ফিরলে দ্বিতীয়বার যেতে পারবে না। জর্ডানে কয়েক মাসের পারিশ্রমিক জামানত রেখে তাকে ফিরতে হবে। তাই ফিরতে পারছে না।

    একই জটিলতার কারণে ছুটিতে এসে আর যেতে পারেননি দুধপাতিল গ্রামের রাজনা আক্তার ও জোসনা আক্তার।

    স্থানীয় আদম বেপারি (মানব পাচারকারী) ভুয়া জন্ম নিবন্ধনের মাধ্যমে জোসনার পাসপোর্টে তার নাম লিখিয়েছিলেন পলি আক্তার। অন্যান্য তথ্যও জাতীয় পরিচয়পত্রের সঙ্গে মিলছে না। ফলে তিনি এক বছর সৌদি আরবে থাকার পর দেশে এসে দ্বিতীয়বার ফিরতে পারেননি।

    জোসনা বলেন, পাসপোর্ট তৈরিসহ সৌদি আরব যওয়া পর্যন্ত আদম বেপারি আমার কাছ থেকে টাকা নিয়েছেন দেড় লাখ। এক বছর গৃহকর্মীর কাজ করে ৯০ হাজার টাকা জমাতে পেরেছি। বাকি টাকা লোকসান হয় দ্বিতীয়বার সৌদি আরব যেতে না পারায়।

    খোঁজ নিয়ে জানা গেছে, গাজীপুর ইউনিয়নের উসমানপুর, মানিকভান্ডার, দুধপাতিল, বাল্লা ও টেকেরঘাট গ্রামের প্রায় ৬০০ জন নারী মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গৃহকর্মী হিসেবে কাজ করেন। তাদের বেশিরভাগই সৌদি আরব, দুবাই, ওমান, কাতার ও জর্ডানে থাকেন।

    দুধপাতিল গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন বলেন, বিদেশগামী নারীদের বেশিরভাগ ২৫ থেকে ৩৫ বছর বয়সী। আমার জানা মতে অন্তত ৩০ জন নারী আদম বেপারিদের মাধ্যমে লাখ টাকা খরচ করে বিদেশ গিয়ে খালি হাতে ফিরেছেন। কেউ কেউ বিদেশে নির্যাতনেরও শিকার হয়েছেন।

    পাঁচ বছর জর্ডানে গৃহকর্মীর কাজ করে আসা রহম আলীর স্ত্রী রাফিয়া আক্তার এখন বিভিন্ন সমস্যায় ভুগছেন। তিনি জানান, বাংলাদেশের টাকায় ২৫ হাজার টাকা বেতনে একটি বাসায় গৃহকর্মীর কাজ করতেন তিনি। তাকে দিয়ে ঘরের সব কাজ ও বাগান পরিচর্যা করানো হতো। দুপুর ২টার আগে খাবার দেওয়া হতো না। কাজে কোনো ত্রুটি হলে অপমান করা হতো চরমভাবে।

    কেউ কেউ সেখানে ভালো মানুষের বাসায় চাকরি পেলেও রাফিয়া আক্তারের কর্মস্থল ছিল ঝুঁকিপূর্ণ। তিন/চার মাসের বেতন আটকে রাখা হতো নানা অজুহাত দেখিয়ে।

    এ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেননি কেন প্রশ্নের জবাবে রাফিয়া বলেন, ভাষা জানা থাকলে আইনজীবী নিয়োগ করে বিচার চাওয়া যেত। ছয় মাসের পারিশ্রমিক জামানত হিসেবে রেখে আরেকবার ফিরে যাওয়ার কথা বলে কোনো রকম দেশে ফিরেছি। আমি আর সেখানে যাব না।

    সচেতনতার অভাব, দালালের মিথ্যা প্রলোভন ও দক্ষতার অভাবে নারীরা বিদেশে প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন জানিয়ে গাজীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবীর খান বলেন, এখানকার নারীরা দেশের অর্থনীতির শক্তি। তাদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে গুরুত্বারোপ জরুরি।

    কৃষিতে আলো ছড়াচ্ছে আইপিএম প্রযুক্তি, সুফল পাচ্ছেন কৃষকরা

    চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহবুবুল আলম বলেন, কাগজপত্রের জটিলতার ব্যাপারে প্রবাসী নারীরা উপজেলা প্রশাসনে এলে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। তাদের দক্ষতা বাড়ানোর ব্যাপারেও আলোচনা চলছে। তবে আদম বেপারিদের প্রতারণার ব্যাপারে নিজেদের সতর্ক থাকা জরুরি।

    সূত্র ও ছবি : বাংলানিউজ২৪

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    থেকে নারীরা নিঃস্ব ফিরছেন বিভাগীয় মধ্যপ্রাচ্য সংবাদ সিলেট হয়ে,
    Related Posts
    যোগ

    লালমনিরহাটে ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া ৪০০ শিক্ষার্থী

    September 28, 2025
    চুল কেটে

    জোর করে চুল কেটে দেওয়ার ঘটনায় ভুক্তভোগীর ছেলের মামলা

    September 27, 2025
    অনুভূত

    এবার যশোরে ৩.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত

    September 27, 2025
    সর্বশেষ খবর
    ওয়াকআউট

    নেতানিয়াহুর বক্তব্যের সময় বাংলাদেশ ওয়াকআউট করেনি বলে প্রচারিত ছবিটি ভিন্ন সময়ের : সিএ ফ্যাক্ট চেক

    প্রতিরক্ষা চুক্তি

    বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করতে আগ্রহী জাপান

    শোক প্রকাশ

    অগ্নিকাণ্ডে ৩ ফায়ার ফাইটারসহ ৪ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

    গম কেনা

    আমেরিকা থেকে আরও গম কেনার জন্য চুক্তি করা হচ্ছে: খাদ্য উপদেষ্টা

    দুর্যোগে ক্ষতিগ্রস্ত

    জলবায়ু দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য টেকসই আবাসনে ইউএন হ্যাবিট্যাটের উপস্থিতি বাড়ানোর আহ্বান ইউনূসের

    Charlie Kirk assassination

    Candace Owens Alleges Government Frame-Up in Charlie Kirk Assassination Case

    Beyond the Gates spoilers

    Beyond the Gates Spoilers: Explosive Week Ahead as Grief Fuels a Revenge Mission

    বজ্রসহ বৃষ্টি

    ঢাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে আজ

    নতুন বিভাগ

    গঠিত হচ্ছে নতুন দুই বিভাগ, বাড়ছে উপজেলার সংখ্যা

    Selena Gomez wedding

    Selena Gomez and Benny Blanco Confirm Surprise Wedding in Santa Barbara Ceremony

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.