ভারতের প্রজাতন্ত্র দিবসে বাইডেনকে আমন্ত্রণ মোদির

বাইডেন-মোদি

আন্তর্জাতিক ডেস্ক : সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৪ সালের ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দেখা যেতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে। ইতোমধ্যেই ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য মার্কিন প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি।

সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত জি-২০ বৈঠকের সাইডলাইনে মার্কিন প্রেসিডেন্টের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বাইডেনকে এই আমন্ত্রণ জানান মোদি। বুধবার ভারতের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গার্সেটির বরাত দিয়ে এ খবর জানায় ভারতের সংবাদ সংস্থা এএনআই। যদিও এ বিষয়ে মোদি সরকারের তরফে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এএনআই’কে দেওয়া এক সাক্ষাৎকারে এরিক গার্সেটি জানান, দিল্লিতে সদ্য সমাপ্ত জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে দিল্লিতে দুই রাষ্ট্রনেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়। সেই সময় মার্কিন প্রেসিডেন্টকে আগামী বছরের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানান ভারতের প্রধানমন্ত্রী।

প্রতিবছর ভারতে যথাযথ মর্যাদার সঙ্গে পালন করা হয় ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভারতের পক্ষ থেকে বিদেশি রাষ্ট্র নেতাদের আমন্ত্রণ জানানো হয়। এর পেছনে থাকে ভারতের কূটনৈতিক, অর্থনৈতিক, কৌশলগত স্বার্থ। সেইসঙ্গে এর নেপথ্যে কাজ করে আন্তর্জাতিক জিও পলিটিক্স।

২০২৩ সালের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত উপস্থিত ছিলেন মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাতাহ আল-সিসি।