আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের সাত দফার লোকসভার নির্বাচনের ভোটগ্রহণ গতকাল শনিবার সম্পন্ন হয়েছে। এরপর দেশটির মিডিয়াগুলোতে শুরু হয় বুথ ফেরত জরিপের ফলাফল। আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়া ও জরিপের পূর্বাভাসের মতই গতকাল ভারতের মিডিয়াগুলোও বুথ ফেরত জরিপের ফলাফলে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জয়লাভের আভাস দিয়েছে।
জরিপে বলা হয়েছে, ৭৩ বছর বয়সী নরেন্দ্র মোদি টানা তৃতীয় বারের মতো ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে ইতিহাস গড়তে যাচ্ছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় গণমাধ্যম সংস্থাগুলো প্রকাশিত কমপক্ষে সাতটি বুথফেরত জরিপের ভবিষ্যদ্বাণী করেছে। সেখানে বলা হয়েছে, ক্ষমতাসীন বিজেপি ও তার মিত্ররা এবার লোকসভার ৫৪৩ আসনের মধ্যে ৩৫০ থেকে ৩৮০টি আসন পেতে পারে।
বিজেপি তাদের এনডিএ জোটের জন্য এবার ৪০০ আসনের বেশি জয়ের লক্ষ্য নিয়ে প্রচারণার নামে। বুথ ফেরত জরিপের ফলাফল অনুযায়ী, এনডিএ ৪০০ আসন অতিক্রম করতে না পারলেও খুব কাছাকাছি থাকবে। তবে বুথফেরত জরিপের এমন পূর্বাভাস মানতে রাজি নয় দেশটির বিরোধী ‘ইন্ডিয়া’ জোট। বিরোধী ইন্ডিয়া জোট শনিবার বলেছে, তারা ২৯৫টি আসনে জয় পাবে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত ১২টি বুথ ফেরত জরিপের ফলাফলে এনডিএ ৩৬৫ আসন পাবে বলে পূর্বাভাস দিয়েছে, অন্যদিকে ইন্ডিয়া ব্লক পাবে ১৪৬ আসন। নরেন্দ্র মোদির বিজেপি একাই পেতে পারে ৩১৭ আসন, কংগ্রেস পেতে পারে ৬১ আসন।
সবগুলো বুথ ফেরত জরিপেই মোদির জয়ের আভাসের কথা বলা হয়েছে। এছাড়া আরও বলা হয়েছে, বিজেপি গত লোকসভা নির্বাচনের (২০১৯ সাল) চেয়েও এবারের নির্বাচনে ভালো করতে যাচ্ছে।
আল জাজিরা বলছে, স্বাধীন ভারতে এর আগে আর কোনো প্রধানমন্ত্রীই টানা তিনবারের প্রতিবারই আসনসংখ্যা বাড়িয়ে লোকসভা নির্বাচনে জিততে পারেননি। তাই আগামী ৪ তারিখে এসব পূর্বাভাস সত্যি হলে মোদির জন্য এই জয় এক বিরল ইতিহাসের জন্ম দিতে যাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।