সুয়েব রানা, সিলেট : নিরাপদ মহাসড়কে দুঘর্টনা রোধকল্পে তামাবিল হাইওয়ে থানা পুলিশ আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়ন’র অ্যাডিশনাল ডিআইজি মো: খাইরুল আলম বলেন, সিলেট-তামাবিল মহাসড়কের পাশে থাকা সকল অবৈধ বালু-পাথর। ও দোকানপাট উচ্ছেদ করা হবে। সড়কে মানুষের জানমালের নিরাপত্তা এবং নিরাপদ সড়ক গড়ে তুলতে সকল রকম গাড়ির কাগজপত্র যাচাই বাছাই ও যানবাহনের গতিরোধ করতে হাইওয়ে পুলিশ-কে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান। তিনি এই কাজে রাজনৈতিক নেতৃবৃন্দ পরিবহন সেক্টর সহ সবার সহযোগিতা কামনা করেন।
সভায় স্থানিয়রা দাবি জানান, রাস্তায় থাকা স্প্রিট ব্রেকারের উপর সাদা চিহ্ন ও জেব্রা ক্রসিং দেয়া হরিপুর ও দরবস্ত বাজারে রাস্তায় রাখা সিএনজি, অটোরিক্সা ও কাচামালের ব্যবসা অপসারণের দাবি জানানো হয়।
গতকাল শুক্রবার (১০ জানুয়ারী) বিকেলে উপজেলার কাটা গাং তামাবিল হাইওয়ে থানার হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমানের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জৈন্তিয়া ১৭পরগনা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আবুল মৌলা চৌধুরী, নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইন্তাজ আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী জৈন্তাপুর উপজেলার শাখার আমীর গোলাম কিবরিয়া, সেক্রেটারী রফিক আহমদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সিলেট-তামাবিল বাস-মালিক সমিতির সভাপিত নুর উদ্দিন, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, সিলেট বিভাগ সড়ক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন।
সভায় বক্তব্য রাখেন, নিজপাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস শহীদ শুকুর, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাব্বির আহমদ, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন দরবস্ত শাখার সভাপতি শামিম আহমদ, জামায়াত নেতা রিয়াজ উদ্দিন, শ্রমিক নেতা রশিদ আহমদ, নজরুল ইসলাম, জৈন্তাপুর ট্রাক চালক উপ-কমিটির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, পরিবহন শ্রমিক নেতা সাইফুল ইসলাম, ব্যবসায়ী মোশারফ হোসেন, শহিদুর রহমান। এছাড়া পরিবহন সেক্টর সহ সমাজের গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।