জুমবাংলা ডেস্ক : রাজধানীর মহাখালীর খাজা টাওয়ারের লাগা আগুন তিন ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভাতে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী ছাড়াও ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে ১৪ তলা ভবনটির ১৩ তলায় আগুন লাগে। শেষ খবর পর্যন্ত আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি।
জানা গেছে, ভবনটিতে ২০ থেকে ২৫ জন আটকে আছে। পাঁচজনকে জীবিত উদ্ধার করা হলেও মোবাইলের লাইট জ্বালিয়ে অনেকেই বাঁচার আকুতি জানাচ্ছেন। তাদের মধ্যে অনেকের শ্বাসকষ্ট হচ্ছে বলে ইশারায় জানাচ্ছেন।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, ঘটনাস্থলে দুটি লেডার সংবলিত অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজের গাড়ি টিটিএল নেওয়া হয়েছে। টিটিএল দিয়ে টাওয়ারের বিভিন্ন ফ্লোরের গ্লাস ভাঙা হচ্ছে।
তিনি আরও বলেন, ভবনটিতে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের একাধিক অফিস রয়েছে। সেখানে আটকা পড়াদের উদ্ধারে কাজ চলছে। বেশ কয়েকজনকে নিচে নামিয়ে আনা হয়েছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।