জুমবাংলা ডেস্ক : ভিক্ষাবৃত্তির আড়ালে ছিনতাই চক্রের চিহ্নিত চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর উত্তরা ১১নং সেক্টরের সোনারগাঁও জনপথ থেকে চক্রটিকে গ্রেফতার করা হয়। এ সময় তারা শরীরে মলমূত্র মেখে পালানোর চেষ্টা করে।
গ্রেফতারকৃতরা হলেন- মো. পারভেজ (৩০), জুয়েল (৩৫), সোহাগ হাসান (৩০) ও অপু (২৫)।
পুলিশ জানায়, গ্রেফতারের সময় দুই ছিনতাইকারী শরীরে মলমূত্র মেখে পালানোর চেষ্টা করলেও কর্তব্যরত অফিসার তাদেরকে ধরে ফেলে। এমনকি ছিনতাইকারীদের একজন নিজেই নিজের শরীরে ব্লেড চালিয়ে পালানোর চেষ্টা করে। গ্রেফতারকৃতদের কাছ থেকে ছোরা ও ব্লেড উদ্ধার করা হয়েছে।
উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন জানায়, এরা প্রথমে নির্জন স্থানে সালাম দিয়ে মানুষকে (পথচারী) থামায়। তারপর আমি ঢাকা এসে ব্যাগ হারিয়ে ফেলেছি, বাড়ি যাওয়ার টাকা নেই বলে আর্থিক সহযোগিতা চায়। আশপাশে যখন কেউ থাকে না তখন চক্রের অন্য সদস্যরা এসে টার্গেটকে ঘিরে ছোরার ভয় দেখিয়ে সবকিছু লুট করে নেয়।
দুপুর ২টা থেকে কোরবানির পশুর বর্জ্য অপসারণ শুরু হবে: মেয়র তাপস
তিনি বলেন, অসহায়ের ভান ধরে ছিনতাই চক্রটির সদস্যরা উত্তরার বিভিন্ন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে দূরপাল্লার যাত্রীদের টার্গেট করতো। মহিলা ও বয়স্করাই চক্রটির প্রধান টার্গেট বলে জানায় পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।