বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মনামী ঘোষ শুধু অভিনয় নয়, নাচেও দর্শকের মন কেড়েছেন। তবে মাঝে মধ্যেই ইউনিক সাজ-পোশাকের জন্যও আলোচনায় থাকেন এই অভিনেত্রী। অনেকেই তাকে মজা করে বাংলার উরফি জাভেদ বলেন। এবার আবারও ভিন্নধর্মী পোশাকে নজর কাড়লেন মনামী।
হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, গত ২৯ মার্চ ফিল্মফেয়ার পুরস্কার অনুষ্ঠানে একটি সাদার ওপর লাল সুতোর নকশি কাঁথা ডিজাইনের স্লিভলেস গাউন পরেছিলেন মনামী ঘোষ।
তবে গাউনের পিঠে নেট দেওয়া ছিল। আর সেখানেই লেখা ছিল বাংলার বিখ্যাত নকশি কাঁথা স্টিচের একটি পদ্য।
মনামীর পিঠে লেখা ছিল— অস্ফুট সেই না বলা কথা / মনের আবেগের হারানো ব্যথা/ আঁকে আর লিখে শোক গাঁথা / কত স্বপ্ন দিয়ে বোনে, নকশি কাঁথা।
এর সঙ্গে তিনি হাতে একটি বটুয়া ব্যাগ নিয়েছিলেন। আর চুলটাকে লাল ফিতে দিয়ে পুরোনো দিনের স্কুল গার্লের মতো বেঁধে রেখেছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।