মসজিদের দান বাক্স নিয়ে উধাও চোর

Dan Box

জুমবাংলা ডেস্ক : সিলেটের সুনামগঞ্জ জেলার ছাতকে একটি মসজিদের দান বাক্সসহ মালামাল চুরির ঘটনায় জড়িত সন্দেহে দুই ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

Dan Box

শনিবার ছাতক থানায় এ অভিযোগ দেন মায়েরকুল গ্রামের মরম আলী নামে এক ব্যক্তি।

জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর রাতে দক্ষিণ খুরমা ইউনিয়নের মানিকগঞ্জ (মায়েরকুল) বাজার জামে মসজিদে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। মসজিদের তালা ভেঙে সৌর বিদ্যুতের দুটি ব্যাটারি ও টাকাসহ দান বাক্স চুরি করে নিয়ে যায় চোর। মসজিদে চুরির ঘটনা নিয়ে এলাকাবাসী এ নিয়ে একটি বৈঠকও করেন। সেখানে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠে ইকবাল হোসেন ও আবুল হোসেনের নামে দুজনের বিরুদ্ধে। এর পরিপ্রেক্ষিতে এই দুজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।

ভারতে পালানোর সময় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

ছাতক থানার ওসি গোলাম কিবরিয়া হাসান অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।