মসজিদের জুতার বাক্সের মধ্যে পাওয়া গেল নবজাতক

নবজাতক

জুমবাংলা ডেস্ক : হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার ওসমানী রোডের বায়তুন নূর জামে মসজিদের ভিতরে জুতা রাখার বক্স থেকে ২-৩ দিনের নবজাতক এক ছেলে শিশুকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত নবজাতককে পৌর এলাকার আনমুনু গ্রামের এক নারীর হেফাজতে রাখা হয়েছে।

নবজাতক

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার এশার নামাজের সময় মসজিদে এক মুসল্লি হঠাৎ করে নবজাতক বাচ্চার কান্নার শব্দ শুনতে পান। জুতার বাক্সে নবজাতক ছেলে বাচ্চাকে দেখতে পেয়ে নবীগঞ্জ থানা পুলিশকে অবগত করলে নবীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমেদের নেতৃত্বে এসআই আবু সাঈদ, বিজয়সহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে ডাক্তার তার শরীরের অবস্থা সুস্থ দেখে প্রাথমিক চিকিৎসা শেষে পুলিশের কাছে দিয়ে দেন। পুলিশ তাকে লালন পালন করার জন্য পৌর এলাকার আনমুনু গ্রামের এক জনৈক এক নারীর কাছে হেফাজতে রাখেন।

রাশমিকাকে দেখা মাত্রই উত্তেজিত হয়ে গেল ভক্ত, যা দিয়ে শান্ত করলেন অভিনেত্রী

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ জানান, নবজাতককে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করে স্থানীয় এক নারীর জিম্মায় রাখা হয়েছে।