বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আগামী 2 এপ্রিল মোটোরোলা তাদের Motorola Edge 60 সিরিজের অধীনে Edge 60 Fusion স্মার্টফোনটি ভারতে লঞ্চ করতে চলেছে। শীঘ্রই এই সিরিজের অধীনে Edge 60, Edge 60 Pro এবং Edge 60 Ultra স্মার্টফোনগুলি পেশ করা হতে পারে। জানিয়ে রাখি এর আগে বেশ কিছু সার্টিফিকেশন সাইটে Motorola Edge 60 Pro ফোনটি লিস্টেড হয়েছে। এবার লেটেস্ট আপডেটে ডাচ পাবলিকেশন Nieuwemobiel এই ফোনের লিক রেন্ডার শেয়ার করেছে। এর মাধ্যমে ফোনের ডিজাইন এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং Motorola Edge 60 Pro ফোনের ডিজাইন এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
Motorola Edge 60 Pro এর ডিজাইন
Motorola Edge 60 Pro ফোনের ফ্রন্টে কার্ভ-এজ ডিসপ্লে রয়েছে। তবে এই ফোনের ব্যাক প্যানেল লেদার ফিনিশ সহ দেখা গেছে। ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং এলইডি ফ্ল্যাশ রয়েছে।
ইমেজের মাধ্যমে ফোনটির ক্যামেরা সেটআপে OIS-সাপোর্টেড Sony Lytia 2.0μm প্রাইমারি ক্যামেরা দেখা যাচ্ছে। এছাড়া “Super Zoom” লেখা থেকে বোঝা যাচ্ছে এতে 12-73mm ফোকাল লেন্থ সহ টেলিফটো ক্যামেরা থাকতে পারে।
ফোনের ডানদিকে ভলিউম এবং পাওয়ার বাটন দেওয়া হয়েছে। তবে বাঁদিকে একটি নতুন হার্ডওয়্যার বাটন দেওয়া হয়েছে, তবে এখনও পর্যন্ত এর ব্যাবহার সম্পর্কে জানা যায়নি।
ফোনটির উপরের দিকে মাইক্রোফোন দেওয়া হয়েছে। তবে নীচের দিকে স্পিকার গ্রিল, USB-C পোর্ট, মাইক্রোফোন এবং SIM স্লট রয়েছে।
Motorola Edge 60 Pro এর সম্ভাব্য ফিচার
Geekbench লিস্টিঙের মাধ্যমে Motorola Edge 60 Pro ফোনটিতে Dimensity 8350 চিপসেট, 12GB RAM এবং Android 15 অপারেটিং সিস্টেম থাকবে বলে জানা গিয়েছিল।
Motorola Edge সিরিজের সম্ভাব্য দাম
আমাদের আগের রিপোর্ট অনুযায়ী Motorola Edge 60 Pro ফোনটি 12GB RAM + 512GB স্টোরেজ ভেরিয়েন্ট সহ লঞ্চ করা হতে পারে। এই ফোনের দাম 649 ইউরো অর্থাৎ প্রায় 60,000 টাকা রাখা হতে পারে। আপকামিং ফোনটি ব্লু এবং গ্রিন (Verde) কালার অপশনে লঞ্চ করা হতে পারে।
আরও পড়ুন : শীঘ্রই আসতে চলেছে 108MP ক্যামেরাসহ অনরের সেরা স্মার্টফোন
রিপোর্ট অনুযায়ী সিরিজের Motorola Edge 60 ফোনটি 8GB RAM+256GB স্টোরেজ ভেরিয়েন্ট 399 ইউরো অর্থাৎ প্রায় 36,000 টাকা দামে লঞ্চ করা হতে পারে। ভ্যানিলা Edge 60 মডেল Gibraltar Sea Blue এবং Shamrock Green কালার অপশনে পেশ করা হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।