জুমবাংলা ডেস্ক : সুনামগঞ্জ জেলার সদর, তাহিরপুর, ধর্মপাশা ও জামালগঞ্জ উপজেলায় মৌসুমের প্রথম শিলাবৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১৪ মার্চ) বিকেল থেকে থেমে থেমে এ শিলাবৃষ্টি হয়।
তাহিরপুর উপজেলার কৃষক জালাল মিয়া বলেন, হাওরের জন্য এখন বৃষ্টি হওয়াটা খুব জরুরি ছিলো। তবে শিলাবৃষ্টি হাওরের বোরো ধানের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।
সুনামগঞ্জ সদর উপজেলার কৃষক রাকিব মিয়া বলেন, হাওরের জন্য বৃষ্টিটা খুব জরুরি ছিলো। তবে যেভাবে শিলাবৃষ্টি হচ্ছে সেটা রাতভর হলে ধানের ক্ষতি হবে।
সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম বলেন, সুনামগঞ্জ সদরসহ বিভিন্ন উপজেলায় শিলাবৃষ্টি হয়েছে। তবে এতে হাওরের বোরো ফসলের তেমন কোনো ক্ষতি হবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।