আল্লাহ তাআলার সৃষ্ট প্রতিটি জীবের জন্যই মৃত্যু অবশ্যম্ভাবী। পৃথিবীর কোনো প্রাণীই মৃত্যুর বাইরে নয়। মহান আল্লাহ ঘোষণা করেছেন—
“প্রতিটি প্রাণীই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে।”
(সুরা আলে-ইমরান, আয়াত: ১৮৫)

প্রতিদিন আমাদের চোখের সামনেই অসংখ্য মানুষ ইন্তেকাল করছে—শিশু থেকে বৃদ্ধ, নারী-পুরুষ সবাই। কিন্তু এসব দৃশ্য মানুষকে খুব একটা নাড়া দেয় না। অন্যের মৃত্যু তাকে ভাবায় না, কাঁদায় না, কিংবা আত্মসমালোচনায় বাধ্য করে না। অথচ মৃত্যু মানুষের জন্য গভীর বার্তা ও শিক্ষা বহন করে।
মৃত্যু—সর্বশ্রেষ্ঠ উপদেশ
মৃত্যুর মধ্যেই রয়েছে মুমিনের জন্য অসংখ্য শিক্ষা। রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
“উপদেশদাতা হিসেবে মৃত্যুই যথেষ্ট এবং অমুখাপেক্ষিতা অর্জনের জন্য ঈমানই যথেষ্ট।”
(জামিউস সগির, হাদিস: ৬২২৭)
এ কারণেই ইসলাম বারবার মৃত্যুকে স্মরণ করার নির্দেশ দিয়েছে। নবী ﷺ বলেন,
“তোমরা বেশি বেশি করে স্বাদ ধ্বংসকারী মৃত্যুকে স্মরণ করো।”
(তিরমিজি, হাদিস: ২৩০৭)
মৃত্যু থেকে মুমিনের ১০টি শিক্ষা
মৃত্যু একজন মুমিনকে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্মরণ করিয়ে দেয়, তার মধ্যে উল্লেখযোগ্য ১০টি হলো—
১. মৃত্যু অবধারিত
প্রত্যেক প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে। আল্লাহর এই বিধান থেকে কেউ মুক্ত নয়।
(সুরা আলে-ইমরান: ১৮৫)
২. নির্দিষ্ট সময়েই মৃত্যু আসে
প্রত্যেক মানুষের জীবনকাল আল্লাহ পূর্বনির্ধারিত করে রেখেছেন। কখন কার মৃত্যু হবে, তা একমাত্র আল্লাহই জানেন।
(সুরা নাহল: ৬১)
৩. মৃত্যু থেকে পালানো অসম্ভব
মানুষ যতই চেষ্টা করুক, মৃত্যু এড়ানোর কোনো পথ নেই।
(সুরা জুমা: ৮)
৪. দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী
আখিরাতের তুলনায় পার্থিব জীবন অতি সংক্ষিপ্ত। কে কতদিন বাঁচবে, তা কারও জানা নেই।
(সুরা আ‘লা: ১৬–১৭)
৫. দুনিয়া খেল-তামাশার মতো
মৃত্যু প্রমাণ করে, দুনিয়ার জীবন সাময়িক ও তুচ্ছ। চিরস্থায়ী আবাস হলো আখিরাত।
(সুরা মু’মিন: ৩৯)
৬. প্রস্তুতি ছাড়া মৃত্যু কাম্য নয়
দুনিয়ার জীবন আখিরাতের পাথেয় সংগ্রহের ক্ষেত্র। তাই মুমিনকে ঈমান ও আমলের মাধ্যমে প্রস্তুত থাকতে হবে।
(সুরা আলে-ইমরান: ১০২)
৭. প্রস্তুতিহীন মৃত্যু বিপদজনক
যারা ঈমান ও নেক আমলের প্রস্তুতি নেয় না, তাদের জন্য মৃত্যু ভয়াবহ পরিণতি বয়ে আনে।
(সুরা মায়িদা: ১০৬)
৮. মৃত্যু পর্যন্ত ইবাদত অব্যাহত
মুমিনের দায়িত্ব হলো জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর ইবাদতে লিপ্ত থাকা।
(সুরা হিজর: ৯৯)
৯. ঘুম হলো মৃত্যুর নমুনা
ঘুমের মাধ্যমে আল্লাহ মানুষকে মৃত্যুর একটি ক্ষুদ্র উদাহরণ দেখান।
(সুরা আনআম: ৬০)
১০. মৃত্যু নতুন জীবনের সূচনা
মুমিনের জন্য মৃত্যু কোনো সমাপ্তি নয়, বরং চিরস্থায়ী জীবনের শুরু। কবর হলো আখিরাতের প্রথম ধাপ।
(তিরমিজি, হাদিস: ২৩০৮)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


