মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে টপ স্টাইল এর শোরুম উদ্বোধন করেছেন জনপ্রিয় ইসলামিক বক্তা মুফতি আমির হামজা।
বুধবার (৪ ডিসেম্বর) বিকেল ৫ টায় : মানিকগঞ্জ শহরের ১৯৪ শহীদ রফিক সড়কের চাঁদনি রয়েল টাওয়ারের ২য় তলায় টপ স্টাইল শোরুমের শুভ উদ্ভোদন উপলক্ষে দু’আ অনুষ্ঠানের প্রধান উদ্ভোদক হিসেবে তিনি উপস্থিত ছিলেন।
প্রধান উদ্ভোদক হিসেবে বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন তিনি।এসময় তাকে দেখার জন্য হাজারো জনতার ঢল নামে।
দু’আ অনুষ্ঠানে আবু তালিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান উদ্ভোদক মুফতি আমির হামজা,কুষ্টিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন মানিকগঞ্জ জেলা জামায়াতে আমির হাফেজ কামরুল ইসলাম। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা নুরুল ইসলাম, পৌর জামায়াতে আমির হুমায়ুন কবির, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি বাবুল হোসেন,
মাওলানা জাকিরুল ইসলাম, মুফতি রফিকুল ইসলামসহ বিভিন্ন নেতাকর্মী বৃন্দ এবং বিভিন্ন দোকান মালিক ও সাধারণ জনতা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।