জুমবাংলা ডেস্ক : সম্প্রতি রাজধানীতে নিজ কার্যালয়ে বসে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে একটি সাক্ষাৎকার দিয়েছেন দেশের আলোচিত অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। এ সময় দেশের রাজনীতিসহ সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে নিজের অভিমত ব্যক্ত করেছেন তিনি।
মঙ্গলবার (১১ জুন) ইউনূসের সেই সাক্ষাৎকার এবং তার বক্তব্যের বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হকের প্রতিক্রিয়া নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তাসংস্থাটি।
সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন ক্ষমতাসীন আওয়ামী লীগ ব্যাপক দুর্নীতিতে জড়িত বলে অভিযোগ করেন ড. ইউনূস। তিনি বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশে প্রকৃত রাজনৈতিক বিরোধীদের ঘাটতি তৈরি হয়েছে। এ দেশে আর কোনো রাজনীতি অবশিষ্ট নেই। এখানে কেবল একটি দলই সক্রিয় এবং তারাই সবকিছুই দখল করেছে। তারা সবকিছু করছে, তাদের পথেই নির্বাচন করছে।’
ড. ইউনূস বলেন, ‘ক্ষমতাসীন দল (আওয়ামী লীগ) সব ধরনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিযোগিতা মুছে ফেলায় একদলীয় ও কর্তৃত্ববাদী সরকার শাসিত রাষ্ট্রে পরিণত হয়েছে বাংলাদেশ। তারা নিজেদের লোকদের বিভিন্ন রূপে নির্বাচিত করছে— উপযুক্ত প্রার্থী, ডামি প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী। আর এসবই একই দলের। এমন প্রেক্ষাপটে দেশে সুষ্ঠু ও গঠনমূলক রাজনীতি বলে আর কিছু অবশিষ্ট নেই।’
য়ে রয়টার্সকে তিনি আরও বলেন, বাংলাদেশে প্রতিযোগিতামূলক রাজনৈতিক আবহ পুনরায় জাগিয়ে তোলা কঠিন হবে। কারণ, আমরা এটাকে এমন এক জায়গায় নিয়ে এসেছি, যেখানে এটা পুরোপুরি হারিয়ে গেছে।
এদিকে ড. মুহাম্মদ ইউনূসের এই বক্তব্যকে দেশের জনগণের জন্য ‘অপমানজনক’ বলে অভিহিত করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। টেলিফোনে রয়টার্সকে মন্ত্রী বলেন, ‘কেবল আমিই নই বরং দেশের জনগণও তার মতের সঙ্গে দ্বিমত পোষণ করবে। এই দেশে গণতন্ত্র পুরোপুরি সচল রয়েছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।