লাইফস্টাইল ডেস্ক : দই, হলুদ আর মূলতানি মাটি— মুখে কত কিছুই তো ব্যবহার করেন আপনি। কিন্তু সেসব কি ঠোঁটেও ব্যবহার করেন? করেন না। কিন্তু ঠোঁটের পুষ্টির কি দরকার নেই? অবশ্যই আছে।
তাই রূপটান শিল্পীরা বলছেন, ঠোঁটের ত্বক স্পর্শকাতর করে তুলতে ঠোঁটেও ব্যবহার করুন মাস্ক। এতে ফিরবে জেল্লা। তাই ঠোঁটের পুষ্টির প্রয়োজনে অবশ্যই ব্যবহার করা উচিত মাস্ক। কিন্তু মুখের মাস্কে যেসব উপাদান ব্যবহার করা হয়, তা ঠোঁটে ব্যবহার করা যায় না। তাই মুখে ব্যবহারের জন্য রয়েছে আলাদা কিছু উপাদান ও ধরন। কীভাবে বানাবেন সেই মাস্ক, তা জেনে নিন।
১. মধু ও কাঠবাদামের তেল দিয়ে তৈরি করা যায় লিপ মাস্ক। সমপরিমাণ আমন্ড অয়েল ও মধু একসঙ্গে মিশিয়ে মিশ্রণটি ঠোঁটে লাগিয়ে রাখুন। ১৫-২০ মিনিট রাখুন। এরপর গরম পানি দিয়ে ঘষে তুলে ফেলুন। আর মধু ঠোঁটকে আর্দ্র রাখতে সাহায্য করে এবং ঠোঁটকে নরম করে তোলে। আমন্ড অয়েলে থাকা ভিটামিন ও খনিজ পুষ্টি জুগিয়ে ঠোঁটের রঙ উজ্জ্বল করে তোলে।
২. হলুদ ও দুধের মাস্ক। এক চামচ দুধে সামান্য হলুদ দিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন। এরপর ঠোঁটে লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে গরম পানিতে ধুয়ে ফেলুন। আর হলুদে রয়েছে ত্বকের রঙ উজ্জ্বল করার প্রাকৃতিক উপাদান। অন্যদিকে দুধ ঠোঁটের আর্দ্রতা ধরে রাখতে ও ঠোঁট নরম রাখতে সাহায্য করে।
OnePlus Ace 3 Pro: 250MP ক্যামেরার সঙ্গে সেরা ফিচার নিয়ে বাজার কাঁপাচ্ছে
৩. গোলাপজল ও গ্লিসারিন দিয়েও ঠোঁটের পরিচর্যা করা যায়। সমপরিমাণে দুটি উপাদান মিশিয়ে ঠোঁটে ১৫-২০ মিনিট লাগিয়ে রাখুন। এরপর গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। তবেই উজ্জ্বল হবে আপনার ঠোঁট। আর গোলাপজল ঠোঁটকে স্বস্তি দেয়। অন্যদিকে গ্লিসারিন আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।