জুমবাংলা ডেস্ক : ময়মনসিংহের মুক্তাগাছায় শিকারীর কাছ থেকে বক পাখি উদ্ধার করে অবমুক্ত করেছেন থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুল হাসান। থানার সামনে থেকে পাখিগুলোকে অবমুক্ত করা হয়।
মুক্তাগাছার থানা ও ডাকঘরের সামনে উচু গাছে কিছু বক পাখি আশ্রয় নিয়ে বাসা বাঁধে। সেখানে কিছু বক পাখি বাচ্ছা দিয়েছে। এক শিকারী সেখান থেকে চারটি বক ধরে নিয়ে যাচ্ছিল। এমন সময় সেখানে পুলিশ আসতে দেখে সে পাখিগুলো ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুল হাসান ৪টি বক পাখি উদ্ধার করে আকাশে উড়িয়ে দিয়ে অবমুক্ত করেন।
এ ব্যাপারে ওসি জানান, পাখিগুলো চুরি করে নিয়ে যাচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোর সেগুলো ফেলে পালিয়ে যায়। পরে আমরা সেগুলোকে অবমুক্ত করি। এভাবে পাখি শিকার দন্ডনীয় অপরাধ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।