বিনোদন ডেস্ক : বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান মুম্বাইয়ে স্থায়ীভাবে বসবাস করেন। হঠাৎ মুম্বাই ছেড়ে চেন্নাইয়ে বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সেখানে দুই মাস অবস্থান করবেন এই অভিনেতা।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, আমির খানের মা জিনাত হোসেন অসুস্থ। তাকে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মায়ের চিকিৎসার জন্য আমির খান চেন্নাইয়ে দুই মাস থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
আমির খানের ঘনিষ্ঠ একজন ইন্ডিয়া টুডে-কে বলেন, ‘কঠিন সময়ে মায়ের পাশে থাকতে চান আমির খান। চেন্নাইয়ের যে হাসপাতালে ভর্তি আমির খানের মা, তার কাছের কোনো একটি হোটেলে উঠবেন তিনি। যাতে প্রয়োজনে হাসপাতালে উপস্থিত হতে পারেন।’
গত বছরের শেষ লগ্নে অভিনয় থেকে বিরতি নেওয়ার ঘোষণা দেন আমির খান। দীর্ঘ ৩৫ বছরের অভিনয় ক্যারিয়ারে আকস্মিকভাবে বিরতি নেওয়ার ঘোষণা দিয়ে চমকে দেন ভক্তদের। এক বছরের বিরতির পর ‘সিতারে জমিন পার’ সিনেমা নিয়ে ফিরছেন এই নায়ক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।