স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক বলেছেন, টেস্ট ফরম্যাটে মুস্তাফিজুর রহমানকে নেওয়ার আগে তাঁর ফিটনেস এবং আরও কয়েকটি বিষয় বিবেচনা করতে হবে।
২০১৫ সালে মুস্তাফিজের টেস্ট অভিষেক হওয়ার পর থেকে বাংলাদেশ ৩৯টি টেস্ট খেলেছে, তার মধ্যে মাত্র ১৪টি ম্যাচ খেলেছেন এই বাঁহাতি পেসার। গত বছরের ফেব্রুয়ারি থেকে বাংলাদেশের হয়ে একটি টেস্টও খেলেননি তিনি।
তবে দুই তারকা পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম ইনজুরিতে আক্রান্ত হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে মুস্তাফিজের নাম আলোচনায় আসে।
শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্ট সিরিজের দলে সুযোগ হয়নি আবু জায়েদ রাহির। দল থেকে বাদ পড়ায় তিনি নির্বাচকদের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলেন। এর জন্য শুনানিতে ডাকা হয়েছিল তাঁকে।
চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট ড্র হওয়ার পর সাংবাদিকদের মুমিনুল হক বলেন, ‘আপনি বলছেন আমি তাকে (টেস্ট দলে মুস্তাফিজুর) দলে চাই কি না। বোর্ড যদি তাকে দলে নেয় স্বাভাবিকভাবেই সে খেলবে। আপনাকে দেখতে হবে মুস্তাফিজ কত দিন লাল বলে (ক্রিকেট) খেলেছেন এবং অনেক কিছু নির্ভর করে। সে কত দিন খেলছে বা খেলছে না এবং ফিটনেসের সমস্যা রয়েছে কি না। যদি আমাদের প্রয়োজন হয়, আমরা তাকে খেলব, কারণ আমারা প্রথম সারির বোলারদের মিস করছি।’
বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক আরও বলেন, ‘আমি জানি না মুস্তাফিজ কত টেস্ট খেলেছেন এবং সত্যি বলতে বাংলাদেশে কোনো পেসার অভিজ্ঞ নয় এবং এটাই সত্য, সম্ভবত তারা মোট ২০টি টেস্ট খেলেছে। তাদের (পেস বোলারদের) কাছে অভিজ্ঞতা খুব কমই গুরুত্বপূর্ণ।’
এদিকে বিসিবি টেস্ট ফরম্যাটের পরিকল্পনা নিয়ে মুস্তাফিজের সঙ্গে আলোচনা করবে। কারণ বোর্ড এখনও তাঁকে দলে চায়।
গত মাসে বিসিবি সভাপতি নাজমুল হাসানও বলেছিলেন, ‘দলের প্রয়োজনে মুস্তাফিজকে টেস্ট ক্রিকেট খেলতে হবে।’ যদিও বাঁহাতি এই পেসার তাঁর ক্যারিয়ারকে দীর্ঘায়িত করার জন্য বাছাই করে খেলতে চান।
আগামী ৬ জুন ওয়েস্ট ইন্ডিজ সফরে রওনা হবে বাংলাদেশ দল। তারা দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel