জুমবাংলা ডেস্ক : দেওয়ানগঞ্জের দশম শ্রেণির ছাত্র রুবেল (১৬) হত্যার মূল হোতা রিয়াদকে (১৬) গ্রেপ্তার করেছে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই বন্ধুর গাঁজা সেবনের টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটে বলে স্বীকার করে রিয়াদ।
র্যাব-১৪ সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিয়াদ হত্যার দায় স্বীকার করেছে। রিয়াদ র্যাবকে জানায়, সে এবং রুবেল দুজন বন্ধু।
তারা প্রায়ই গাঁজা সেবন করত। দুজনই শেয়ারে গাঁজার টাকার জোগান দিত। রিয়াদ নিজ টাকা দিয়ে গাঁজা কিনে নিয়ে আসত আর রুবেল তা খেত। রুবেল নিজেও মাঝে মাঝে টাকা দিত। গাঁজা খেতে খেতে নিহত রুবেলের কাছে রিয়াদ ৬৫ টাকা পাওনা হয়।
২ জুন নিহত রুবেল এবং রিয়াদ গাঁজা সেবন করতে রুবেলের বাড়ির সামনে দফাদারের ঘাটে যায় এবং রুবেলের কাছে পাওনা ৬৫ টাকা দাবি করে রিয়াদ। কথা-কাটাকাটির একপর্যায়ে রিয়াদ রুবেলের মাথায় বাঁশ দিয়ে আঘাত করে এবং ব্রহ্মপুত্র নদে রুবেলের মাথা চুবিয়ে ধরে মৃত্যু নিশ্চিত করে।
র্যাব প্রেস রিলিজে জানায়, গত ২ জুন রুবেল মিয়া রাত অনুমানিক ৯টায় নিখোঁজ হয়। ৪ জুন জামালপুর জেলার বকশীগঞ্জ থানাধীন মাইছানিরচর গ্রামে ব্রহ্মপুত্র নদে অর্ধগলিত একটি মরদেহ পানিতে ভাসতে দেখা যায়। এ ব্যাপারে বকশীগঞ্জ থানায় ৫ তারিখে একটি অপমৃত্যুর মামলা হয়। পরবর্তীতে মৃতের পোশাক দেখে স্বজনরা শনাক্ত করে।
এ ঘটনার পর র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ছায়া তদন্তে নামে র্যাব। এর ধারাবাহিকতায় গতকাল ৮ জুন রাত পৌনে ১টায় জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানাধীন বাহাদুরাবাদ ইউনিয়নের নয়াগ্রামস্থ আসামির নিজ বাড়ি থেকে রিয়াদকে আটক করে র্যাব।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহব্বত কবীর বিষয়টি নিশ্চিত করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।