Advertisement
স্পোর্টস ডেস্ক : স্ত্রী সন্তান সম্ভবা, এ কারণে এশিয়া কাপের মাঝপথেই দেশে ফিরে এসেছেন মুশফিকুর রহিম। তখনই জানানো হয়েছিলো, কী কারণে তিনি দেশে ফিরবেন। সে অনুযায়ী, শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলে রোববার সকালেই ঢাকায় ফিরে আসেন তিনি।
ঢাকায় আসার একদিন পরই সুসংবাদ শোনালেন মুশফিক। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন মুশফিকের স্ত্রী জান্নাতুল কেফায়েত মন্ডি। আজ এক ফেসবুকে পোস্ট করা এক বার্তায় এ সংবাদ নিজেই জানিয়েছেন মুশফিক।
দুপুর ১২টার দিকে পোস্ট করা এই বার্তায় মুশফিক লেখেন, ‘আসসালামু আলাইকুম সবাইকে… আলহামদুলিল্লাহ সর্বশক্তিমান আল্লাহ আমাদের একটি কন্যা সন্তান দান করেন… মা এবং শিশু- দু’জনই পর্যবেক্ষণে রয়েছে.. সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel