স্পোর্টস ডেস্ক: জিম-আফ্রো টি-টেন লিগে দুই বাংলাদেশির লড়াইয়ে জিতলেন মুশফিকুর রহিম। বল হাতে দুর্দান্ত পারফর্ম করেও দলকে জয় এনে দিতে পারেননি পেসার তাসকিন আহমেদ। তার দুর্দান্ত বোলিং নৈপুণ্য চাপা পড়েছে মুশফিকুর রহিমের ঝড়ো ইনিংসে। বাংলাদেশি এই ব্যাটারের হাত ধরে সহজ জয় নিশ্চিত করেছে তার দল জোবার্গ বাফেলো।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে লিগের তৃতীয় ম্যাচে মাঠে নেমেছিলো জোবার্গ বাফেলো এবং বুলাওয়েও ব্রেভস। প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১০ ওভারে ১০৫ রান সংগ্রহ করে জোবার্গ। জবাবে ৯ উইকেটের বিনিময়ে ৯৫ রান তুলতে শেষ হয় বুলাওয়ের ইনিংস। ১০ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে মুশফিকের দল।
এদিন জোবার্গের জার্সিতে ছিলেন মুশফিকুর রহিম আর বুলাওয়েও এর বোলিং ইউনিটে ছিলেন তাসকিন। ম্যাচের শুরুর ইনিংসেই ব্যাটে বলে ঝড় তুলেছিলেন দুই বাংলাদেশি। বল হাতে দুই ওভারে মাত্র ১১ রানের খরচায় তিন উইকেট শিকার করেন বাংলাদেশি এই পেসার। জোবার্গের দুই স্বীকৃত ব্যাটার মোহাম্মদ হাফিজ আর রবি বোপারাকে একই ওভারে সাজঘরে ফেরত পাঠান তাসকিন।
তবে, তাসকিনের বিপরীতে মাঠে নামা মুশফিক যেন প্রস্তুত ছিলেন আরও বড় কিছুর জন্য। ব্যাট হাতে এ দিন জোবার্গের সর্বোচ্চ স্কোরার ছিলেন তিনি। মাত্র ২৩ বলে চারের পর চার অর্থাৎ ৮টি চারের সাহায্যে ৪৬ রান করেন মুশফিক।
এছাড়া ওপেনার টম ব্যান্টন ১৮ বলে করেন ৩৪ রান। মুশফিক আর ব্যান্টন বাদে ব্যাট হাতে দুই অঙ্কের ঘরে যেতে পারেননি আর কেউই। দুজনের রানের কল্যাণে ৭ উইকেটের বিনিময়ে ১০৫ রানের পুঁজি পায় জোবার্গ।
জবাবে শুরুটা ভাল করেও পথ হারিয়েছে তাসকিনের বুলাওয়েও ব্রেভস। বিনা উইকেটে ৩২ থেকে ৩৫ রানের মাথায় ৬ উইকেট হারায় তারা। বুলাওয়ের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন বিউ ওয়েবস্টার। বল হাতে ৬ উইকেট নিয়ে একাই ম্যাচ ঘুরিয়ে দেন জোবার্গ অধিনায়ক মোহাম্মদ হাফিজ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।