স্পোর্টস ডেস্ক : গত দুই ম্যাচে একটি করে উইকেট নিয়ে ফেরার আভাস দিয়েছিলেন। তবে ছিলেন বেশ খরুচে। আজ দুইদিকেই উন্নতি দেখালেন মুস্তাফিজুর রহমান। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে তিনি দেখালেন আগুনে বোলিং।
৪ ওভারে শিকার ৩ উইকেট। ৪.৫০ ইকনোমি রেটে রান দিয়েছেন মাত্র ১৮। বাউন্ডারির মধ্যে দুটি চার হজম করেছেন। ডট দিয়েছেন ১৪টি।
মুস্তাফিজের এই আগুনে বোলিংয়ের দিনে জ্বলে ওঠেন কুলদীপ যাদবও। এই রিস্ট স্পিনার ৩ ওভারে মাত্র ১৪ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। টস হেরে ব্যাটিংয়ে নামা কলকাতা নাইট রাইডার্স ২০ ওভারে ৯ উইকেটে ১৪৬ রান তুলেছে। দল ৩৫ রানে ৪ উইকেট হারানোর পর প্রতিরোধ গড়েছিলেন শ্রেয়স আয়ার। নীতিশ রানার সঙ্গে তার পঞ্চম উইকেট জুটিতে আসে ৩৪ বলে ৪৮ রান। শ্রেয়সকে ফিরিয়ে প্রতিরোধ ভাঙেন কুলদীপ।
এরপর আন্দ্রে রাসেল ‘ডাক’ মারার পর ৭ম উইকেটে ৩৫ বলে ৬২ রানের জুটি উপহার দেন নীতিশ রানা আর রিংকু সিং। ৩৪ বলে ৫৭ রান করা নিতিশ রানাকে ফিরিয়ে এই জুটি ভাঙেন মুস্তাফিজ। এরপর নাইটদের কফিনে শেষ পেরেকটা ঠুকে দেন ১৬ বলে ২৩ রান করা রিংকু সিংকে ফিরিয়ে। মুস্তাফিজের তৃতীয় শিকার টিম সাউদি। নাইটদের কিউই পেসারকে বোল্ড করে দেন মুস্তাফিজ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।